নিরামিষভোজী। শখ করে অ্যাপে মটর পনির অর্ডার করেছিলেন। কিন্তু ভুলবশত চিকেন কারি প্যাক করে পাঠিয়ে দিল রেস্তোরাঁ। ডেলিভারি পেয়েই আঁতকে উঠেছিলেন তিনি।
1/6মধ্যপ্রদেশের গয়ালিয়রের জিওয়াজী ক্লাব নামের এক রেস্তোরাঁকে ২০,০০০ টাকা জরিমানা করল কনজিউমার ফোরাম। ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
2/6অভিযোগকারী সিদ্ধার্থ শ্রীবাস্তব পেশায় আইনজীবী। ফলে এই সংক্রান্ত আইনের বিষয়ে তিনি ভাল মতোই জানতেন। তিনি নিজে জিওয়াজি ক্লাবের স্থায়ী সদস্যও। গত ২৬ জুনের ঘটনা এটি। ফাইল ছবি: ফেসবুক (HT Bangla)
3/6তাঁর অভিযোগ, ক্লাবের আধিকারিকদের বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি। তাঁর অভিযোগকে পাত্তাও দেননি তাঁরা। এরপরেই কনজিউমার ফোরামের দ্বারস্থ হন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT Bangla)
4/6তাঁর অভিযোগ, ক্লাবের আধিকারিকদের বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি। তাঁর অভিযোগকে পাত্তাও দেননি তাঁরা। এরপরেই কনজিউমার ফোরামের দ্বারস্থ হন। ফাইল ছবি; পিক্সাবে (HT Bangla)
5/6‘এটা সুষ্ঠ পরিষেবার অভাব। অবহেলার উদাহরণ এটি। এর ফলে অভিযোগকারী মানসিক এবং শারীরিক আঘাত পেয়েছেন,’ জানিয়েছে কনজিউমার ফোরাম। ছবি: পিক্সাবে (HT Bangla)
6/6স্বল্পকালীন থাকার বন্দোবস্ত, রেস্তোরাঁ, মোবাইল ফুড সার্ভিসের মতো বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত ইন্ডিয়ান হোটেলস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT Bangla)