একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। এর ফলে আমাদের রাজ্যে প্রচুর জলীয়বাষ্প পূর্ণ বাতাস প্রবেশ করবে। তাই দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গায় আজ এবং আগামিকাল তুমুল ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই আবহে আজ এবং আগামী আরও তিনদিন রাজ্যের সব জেলায় জারি কমলা সতর্কতা।
1/5আজ বিকেলের পর থেকেই বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আজ বাংলার সব জেলায় ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। এর জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। (ANI Pic Service)
2/5কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিনের বেলা অস্বস্তিকর গরম বজায় ছিল। তবে আজ বিকেলের দিকে আকাশের রূপ পালটে যেতে পারে। বিকেল বা সন্ধ্যা নাগাদ তুমুল ঝড়বৃষ্টি হতে পারে শহরে। এর জেরে শহরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি এবং ২৭ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। কলকাতায় তুমুল ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। (ANI Pic Service)
3/5এদিকে আগামিকাল ২৪ মে, শিলাবৃষ্টি এবং ঝড় হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আগামিকাও ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি হতে পারে। এই আবহে বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। (ANI Pic Service)
4/5বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জারি থাকবে মাঝারি বৃষ্টি। এর মধ্যে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। শনিবার ঝোড়ো হাওয়ার বেগ কিছুটা কমে ৩০ থেকে ৪০ কিমি হবে। ২৫ ও ২৬ তারিখ দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আপাতত শনিবারেরর জন্য হলুদ সতর্কতা জারি রাখা হয়েছে। (ANI Pic Service)
5/5এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেও আজ ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে উত্তরের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। সঙ্গে হবে শিলাবৃষ্টি। এর জেরে উত্তরবঙ্গের আট জেলা - দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী কয়েকদিন এই বৃষ্টি জারি থাকবে। (ANI Pic Service)