Shampooing Tips: নিয়মিত শ্যাম্পু করেন ঠিকই, কিন্তু নিয়ম মেনে করেন না বলেই হয়তো চুল পড়ে যাচ্ছে। শ্যাম্পু করার সময়ে কোন কোন নিয়ম মেনে চলবেন? এখনই জেনে নিন।
1/7আপনি কি চুল পড়ার সমস্যায় ভুগছেন? আপনার শ্যাম্পু এবং শ্যাম্পু করার পদ্ধতি এর অন্যতম কারণ হতে পারে। আপনি যেভাবে শ্যাম্পু করেন, তা আপনার চুল পড়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই এবার থেকে নিয়ম মেনে শ্যাম্পু করুন। জেনে নিন, কীভাবে শ্যাম্পু করা উচিত।
2/7বেশির ভাগ মানুষ কীভাবে শ্যাম্পু করেন? বেশিরভাগ মানুষ শ্যাম্পু করার সময় এটি সরাসরি চুলে ব্যবহার করেন। চুলে শ্যাম্পু দেওয়ার পরে, ঘষে ফেনা তৈরি করেন এবং জল দিয়ে ধুয়ে ফেলেন। কিন্তু এই পদ্ধতি সম্পূর্ণ ভুল।
3/7এভাবে চুলে সরাসরি শ্যাম্পু ব্যবহার করলে তা চুলের গোড়ায় অল্প পরিমাণে জমে যায়। সেটি শুকিয়ে গেলে চুলের ক্ষতি হতে পারে। তাই অবিলম্বে এই পদ্ধতি ত্যাগ করতে হবে।
4/7চুলে শ্যাম্পু করার জন্য প্রথমে চুল ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিন। তার পরে এক কাপ জলে শ্যাম্পু দিয়ে ভালো করে মেশান। এই পাতলা শ্যাম্পুর দ্রবণ চুলে লাগান এবং ঘষুন। শ্যাম্পু করার সময়ে আপনার মাথার ত্বকে খুব বেশি ঘষবেন না। এটিই শ্যাম্পু করার সঠিক পদ্ধতি।
5/7কন্ডিশনার সব সময়ে চুলের ডগায় লাগাতে হবে। চুলের গোড়ায় ব্যবহার করবেন না। এটা করলে চুল ভেঙ্গে যাবে। আপনার চুলে আস্তে আস্তে কন্ডিশনার লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিন। এর পর মাথা ধুয়ে নিন।
6/7প্রতি দিন শ্যাম্পু করা উচিত নয়। এতে চুলের প্রাকৃতিক তেল দূর হয়ে যায়। ফলে চুল শুষ্ক, প্রাণহীন হয়ে যায় এবং পরে ঝরে পড়ে।
7/7চুল সাফ করার জন্য সর্বদা হালকা সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। এর জন্য ভেষজ বা যে কোনও আয়ুর্বেদিক শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এই ধরনের শ্যাম্পুতে খুব কম রাসায়নিক থাকে বা কোনও রাসায়নিক থাকেই না। এই ধরনের শ্যাম্পু চুলের ক্ষতি হওয়া আটকায়।