বুধবার অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই বিশেষ দিনটা কাছের মানুষদের সঙ্গেই সেলিব্রেট করছেন তারকা।
1/8দীর্ঘ কয়েক বছর ধরেই বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক তিনি। বর্তমানে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের সুবাদে গৌরব চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তা আকাশছোঁয়া। বুধবার আরও একটা বসন্ত পার করে ফেলল 'ঋদ্ধিমান', আজ গৌরব চট্টোপাধ্য়ায়ের জন্মদিন। (ছবি-ফেসবুক, দেবযানী কুমার)
2/8দু-দিন আগে থেকেই জন্মদিনের সেলিব্রেশন শুরু করে ফেলেছেন গৌরব। গত রবিবার শ্বশুর-শাশুড়ি জামাইয়ের আগাম বার্থ ডে সেলিব্রেট করেছেন। সেই ছবি আজ ফেসবুকের দেওয়ালে ভাগ করে নিয়েছেন দেবযানী কুমার।
3/8রামধনু রঙা টি-শার্ট আর ট্রাউজার পরে কেক কাটছেন গৌরব, পাশে স্ত্রী দেবলীনা। আর রয়েছেন দেবলীনার ঘনিষ্ঠ ছাত্রীরা। (ছবি-ফেসবুক, দেবযানী কুমার)
4/8হাসতে হাসে গৌরব ছুরি বসাচ্ছেন কেকে, তাঁরে ঘিরে আত্মীয়-পরিজনরা। জন্মদিনে শ্বশুরবাড়ি আসতে পারবেন না গৌরব, তাই আগেভাগে সেরে রেখেছেন উদযাপন।
5/8‘গাঁটছড়া’র নায়ককে শাশুড়ি মা নিজের হাতে রান্না করে খাইয়েছেন প্রিয় বিরিয়ানি, চাঁপ আর পায়েস। উপহারেরও ভরিয়ে দিয়েছেন একমাত্র জামাইকে। (ছবি-ফেসবুক, দেবযানী কুমার)
6/8আজ শ্য়ুটিং থেকে ছুটি নিয়েছেন গৌরব। গতকাল মধ্যরাত থেকেই উদ্যাপন শুরু করে দিয়েছেন নায়ক। রাত-পার্টির আয়োজনে ছিলেন স্ত্রী দেবলীনা। বন্ধুদের নিয়ে নাইট ক্লাবে চলল জমাটি উদযাপন। এটাই দেবলীনার তরফে গৌরবের জন্য বিশেষ সারপ্রাইজ।