‘সুন্দরী মহিলারা পর্দার নায়িকা না হয়ে ব্যবসা... more
‘সুন্দরী মহিলারা পর্দার নায়িকা না হয়ে ব্যবসাও সামলাতে পারেন’, বিশ্বাসী বচ্চন পরিবারের এই সদস্যা।
1/7নভ্যা নভেলি নন্দা। বলিপাড়ায় পা না রাখলেও নেটমাধ্যমে তাঁর জনপ্রিয়তা কোনও উঠতি নায়িকার থেকে কোনও অংশে কম নয়। সম্পর্কে তিনি অমিতাভ বচ্চনের নাতনি। আজ চব্বিশ পূর্ণ করল নভ্যা।
2/7অমিতাভ ও জয়ার একমাত্র কন্যা, শ্বেতার মেয়ে নভ্যা। সদ্যই কেবিসির মঞ্চে মায়ের সঙ্গে হাজির হয়ে লাইমলাইট কেড়েছে নভ্যা। আদরের মেয়ের জন্মদিনে নভ্যার মেয়েবেলার ছবি পোস্ট করেছেন শ্বেতা। পাশাপাশি খুদে নভ্যার ছবি পোস্ট করে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন মামা অভিষেকও।
3/7এদিন মায়ের কোলে ছোট্ট নভ্যার দেখা মিলল। ছবিটি তার জন্মদিনের তা বুঝতে অসুবিধা হয় না। জীবনের সবচেয়ে মূল্যবান মানুষের ছবি শেয়ার করে শ্বেতা লেখেন, ‘এইভাবেই ঝলমল করতে থাকো, যেখানেই যাও নিজের কিরণ ছড়িয়ে দাও’।
4/7মামা অভিষেক তো হতবাক চোখের সামনে ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল। শুভেচ্ছা বার্তায় পর্দার বব বিশ্বাস লেখেন, ‘শুভ জন্মদিন নভ্যা। ছোট্ট মেয়েটা যে সম্পূর্ণা নারীতে পরিণত হয়েছে তাঁকে দেখে গর্ব হয়। অনেক ভালোবাসা’। (ছবি সৌজন্যে -ইনস্টাগ্রাম)
5/7সোশ্যাল মিডিয়ায় এই সুন্দরীর ফলোয়ার্স দেখলে হিংসে হতে পারে বলি-নায়িকাদেরও। কিন্তু ভাই অগস্ত্যর মতো শোবিজ দুনিয়ায় আসবার কোনও ইচ্ছা নেই তাঁর। মায়ের মতোই অভিনয় জগত থেকে দূরেই থাকতে চান নভ্যা।
6/7বাবা নিখিল নন্দার সঙ্গে নিজেদের পৈতৃক ব্যবসা সামলাকছেন অমিতাভ-নাতনি। এবং স্বেচ্ছায় তিনি এই পথ বেছে নিয়েছেন। পাশাপাশি নিউ ইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর স্বাস্থ্য ক্ষেত্রেও কাজ করছেন নভ্যা। বিভিন্ন সমাজসেবী সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
7/7তবে নভ্যার মনের মানুষটি কিন্তু অভিনয় জগতেরই! অভিনেতা মিজান জাফরির সঙ্গে নভ্যার প্রেমের গুঞ্জন বেশ কিছু বছর ধরেই শোনা যায়। তবে সম্পর্কে শিলমোহন দেননি কেউই।