ছবির এই ছোট্ট মেয়েটা আজ ৪১-এ পা দিল। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না এই কন্যের। নীল ছবির দুনিয়ার রানি ছিলেন তিনি, এখন সে সব অতীত! চিনতে পারছেন?
1/9পরনে ফুল ফুল আঁকা সাদা রঙা হাফ শার্ট আর ঢলা জিনস। স্কুলজীবনের ছবি দেখে চিনতে পারছেন বলিউডের জনপ্রিয় সুন্দরীকে? বিতর্কে ভরপুর তাঁর কেরিয়ার। অনেক চড়াই উতরাই পার করে বলিউডের ‘লায়লা’ হয়ে উঠেছে এই খুদে। (ছবি-ইনস্টাগ্রাম)
2/9মেয়েবেলার ছবি দেখে চিনতে পারছেন কে এই বলি নায়িকা? আজ এই খুদের জন্মদিন। শুধু ভারত নয়, একটা সময় গোটা বিশ্বেরা লাখো পুরুষের রাতের ঘুম কাড়ত এই খুদে। চিনতে পারছেন? বলিউডে তিনি পরিচিত ‘বেবি ডল’ নামে। (ছবি-ইনস্টাগ্রাম)
3/9এই খুদে আর কেউ নন, সানি লিওনি। বলিউডের অন্যতম চর্চিত সুন্দরী। সানির জন্মদিনে তাঁৎ মেয়েবেলার এই দুর্লভ ছবিটি শেয়ার করেছেন স্বামী ড্যানিলেয় ওয়েবার।
4/9এদিন গ্ল্যাামারাস বউয়ের জন্য আদুরে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন ড্যানিয়েল। তিনি লেখেন, 'এমন কোনও শব্দ নেই যা দিতে আমি বোঝাতে পারব তুমি কোথা থেকে আজ কোথায় এসে পৌঁছেছো!! তুমি একজন আইকন, আমি যখনই ভাবি এটা অসম্ভব, তুমি আরও বেশি কীর্তিমান গড়। তুমি সবরকমভাবে একজন অসাধারণ মানুষ. ভগবান এইভাবেই তোমার পাশে থাকুক। তোমাকে অনেক ভালোবাসি! তোমার স্বপ্ন সত্যি হোক!!
5/9নার্সিং ট্রেনিং নেওয়ার সময় পর্ন দুনিয়ায় প্রবেশ করেন করণজিৎ কৌর। হ্যাঁ, এটাই সানির আসল নাম। নীল ছবির দুনিয়ায় সানি লিওনি নামেই পথচলা শুরু। প্রেমে ধাক্কা খাওয়ার পর সানি আচমকাই উপলব্ধি করেছিলেন তিনি বাইসেক্সুয়াল।
6/9লাস ভেগাসের একটি পানশালায় প্রথম স্বামী ড্যানিয়েলের সঙ্গে দেখা হয় সানি লিওনের। সানি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁদের বিয়ের পর স্ত্রী অন্য় কোনও পুরুষের সঙ্গে বিছানা ভাগ করছেন, দেখতে মোটেই ভাল লাগত না ড্যানিয়েলের। সানির নীল ছবিতে অভিনয় করার সময় ড্যানিয়েলের মুখে যে অস্বস্তি ফুটো উঠত, তা স্পষ্ট বুঝতেন অভিনেত্রী। তারপরই তাঁরা নিজেদের কোম্পানি খোলার সিদ্ধান্ত নেন। নিজেদের কম্পানি খোলার পর একসঙ্গে নীল ছবি তৈরির কাজ শুরু করেন সানি, ড্যানিয়েল। (HT_PRINT)
7/9এরপর ভাগ্যের চাকা ঘুরে যায় সানির! ২০১১ সালে বিগ বস শো-তে অংশগ্রহণের পরে আর ঘুরে তাকাতে হয়নি সানিকে। বর্তমানে এই বলি-সুন্দরীর দারুণ জনপ্রিয়তা থাকলেও তাঁর অতীতের কাজকর্মের ব্যাপারে কমবেশি সকলেই ওয়াকিবহাল। তাই বহুবার সমালোচনার শিকার হয়েছেন। (ছবি সৌজন্যে - টুইটার)
8/9যদিও সেইসব নিয়ে কুছ পরোয়া নেই সানির। তিন সন্তান ও স্বামীকে নিয়ে বিন্দাস কাটছে তাঁর জীবন।
9/9আজ সানির ৪১তম জন্মদিন। দিন দিন তাঁর গ্ল্যামার যেন আরও বাড়ছে। শেষবার অনামিকা ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। (Sunny Leone Instagram)