দেখতে দেখতে চার পূর্ণ করল তৈমুর আলি খান। পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে নিজের জন্মদিন সেলিব্রেট করল সইফিনা পুত্র।
1/10রবিবার, ২০শে ডিসেম্বর ছিল সইফ আলি খান ও করিনা কাপুর খান পুত্র তৈমুরের জন্মদিন। ২০১৬ সালের এইদিনেই জন্মছিল বলিউডের খুদে সুপারস্টার। দেখতে দেখতে চার পূর্ণ করল তৈমুর। পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই টিমের বার্থ ডে সেলিব্রেট করলেন সইফিনা। (ছবি-ইনস্টাগ্রাম)
2/10করোনা আবহ এবং করিনার প্রেগন্যান্সি-এই দুই কারণেই এবছর তৈমুরের জন্মদিনের আয়োজনের বহর ছিল না।তবে পরিবার কিন্তু ধুমধাম করে সেলিব্রেট করল তৈমুরের আগমনের এই দিনটা। বাবা-মা'র সঙ্গে খোশমেজাজে কেক কাটতে দেখা গেল তৈমুরকে। (ছবি-ইনস্টাগ্রাম)
4/10তৈমুর যে এই বয়সেই পশুপ্রেমী তা কারুর অজানা নয়। তৈমুরের জন্মদিনের চকোলেট কেকটি ছিল ঘোড়ার খুরের মতো।
5/10তৈমুরের জন্মদিন উপলক্ষ্যে আলোয় সেজে উঠেছিল গোটা বাড়ি। এই বিশেষ দিনে বাইরে না বার হলেও, পাপারাতজিদের জন্য বারান্দায় এসে সৌজন্য বিনিময় করলেন সইফ-করিনা, তৈমুরও সঙ্গে ছিল। (ছবি-বারিন্দর চাওয়ালা)
6/10তৈমুরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পৌঁছেছিল বোন ইনায়া। তৈমুরের পিসি সোহার একমাত্র কন্যা ইনায়া। দাদা-বোনের ভারী ভাব! এদিন একদম রাজকুমারীর বেশে পাওয়া গেল ইনায়াকে। বাবা কুণাল খেমুর হাত ধরেই পার্টিতে প্রবেশ করল সে। (ছবি-বারিন্দর চাওয়ালা)
7/10তৈমুরের পিসির পাশাপাশি পিছিয়ে ছিল না একমাত্ মাসিও। এদিন করিশ্মা কাপুর খান ও করিনা-করিশ্মার বাবা তথা অভিনেতা রণবধীর কাপুরও হাজির ছিলেন টিমের বার্থ ডে পার্টিতে।