চাকরি থেকে প্রেম - আগামী দু'সপ্তাহ একাধিক রাশির জাতকদের সময় দারুণ কাটবে। কারণ ওই রাশির জাতকরা প্রতিভা, রোম্যান্স, কলা, সৌন্দর্যের মতো বিষয়ের কারক গ্রহ শুক্রের আশীর্বাদ পাচ্ছেন। আপাতত মেষ রাশিতে আছেন ওই গ্রহ। ১৮ জুন পর্যন্ত সেখানেই থাকবেন।
1/3মিথুন রাশি- আর্থিক অবস্থা ভালো হবে। কাজে সাফল্য পাওয়ার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে। লেনদেনের জন্য শুভ কাটবে। বিনিয়োগ করলে লাভবান হবেন।(ছবিটি প্রতীকী)
2/3মিথুন রাশি (চলছে)- চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে। মান-সম্মান বাড়বে। নয়া গাড়ি কিনতে পারেন। জমি কেনার সম্ভাবনাও আছে। পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। অর্থ লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। (ছবিটি প্রতীকী/Pixabay)
3/3সিংহ রাশি- ভাগ্যোদয় হবে। অর্থলাভ হবে। পারিবারিক জীবন সুখকর হবে। মান-সম্মান বাড়বে। বিনিয়োগ করলে লাভবান হবেন। নয়া কাজ শুরুর জন্য ভালো সময়। পড়ুয়াদের জন্য এই সময়টা খুব ভালো কাটবে। বিবাহিত জীবন সুখকর হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)