Indian Cricket team- ‘ওর সঙ্গে অন্যায় হয়েছে’, অধিনায়কত্ব বিতর্কে হার্দিকের পাশে দাঁড়াচ্ছেন ভাজ্জি…
Updated: 05 Oct 2024, 09:16 AM IST Moinak Mitra 05 Oct 2024 surya kumar yadav, india, indian cricket team, bcci, hardik pandya, harbhajan singh, icc, rohit sharma, indian team, হার্দিক, পান্ডিয়া, হরভজন সিং, রোহিত শর্মা, বিসিসিআই, টি২০, অধিনায়কত্ব, অধিনায়ক, ভারত, ভারতীয়, ক্রিকেট দল, আইসিসি, কোচ, গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য হরভজন সিং বলছেন হার্দিকের পাশে দাঁড়িয়ে, ‘ও দেশের হয়ে বিশ্বকাপ জিতে ফিরল, আর হঠাৎই শুনতে পেল যে ওকে অধিনায়ক করা হবে না। এটা ঠিক নয়। আমি সূর্যকুমার যাদবকে অনেক সম্মান করি। দুর্দান্ত ক্রিকেটার, ভালো মানুষ, নিঃস্বার্থভাবে খেলে। তবে আমার মনে হয় ও নিজেও ভাবতে পারেনি এটা হবে’।
পরবর্তী ফটো গ্যালারি