মেগা নিলামের আগে কোন কোন খেলোয়াড়দের দলে নেওয়া নেবে আইপিএলের নয়া দুই ফ্র্যাঞ্চাইজি, তা নিয়ে জল্পনা চলছে। তারইমধ্যে সংবাদসংস্থা পিটিআই জানাল, হার্দিক পান্ডিয়া সম্ভবত আমদাবাদের অধিনায়ক হতে চলেছেন। সেইসঙ্গে দলে নেওয়া হচ্ছে এক তারকা স্পিনার এবং এক তরুণ তুর্কিকেও।
3/6পিটিআই জানিয়েছে, ভারতীয় তারকা ইশান কিষানকেও দলে নিতে চলেছে আমদাবাদ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/6এমনিতে এবারের আইপিএলের আগে মেগা নিলাম হতে চলেছে। সেইমতো আটটি দল কয়েকজন খেলোয়াড়কে রিটেন করেছে। তবে রিটেনশনের সুবিধা না থাকায় মেগা নিলামের আগে তিনজনকে ‘ড্রাফট’ হিসেবে দলে নিতে পারে লখনউ এবং আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি। যে খেলোয়াড়রা কোনও দলে নেই, তাঁদের ‘ড্রাফট’ হিসেবে নেওয়া যেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/6সেই হিসেবে প্রাথমিকভাবে আমদাবাদের অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের নাম উঠে এসেছিল। তিনি দিল্লি ক্যাপিটালসের রিটেনশন তালিকায় নেই। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)
6/6যদিও পিটিআই সূত্রে খবর, শ্রেয়সকে ‘ড্রাফট’ হিসেবে নিচ্ছে না আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি। বরং ঘরের ছেলে হার্দিকের হাতে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্বের ব্যাটন যেতে চলেছে। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)