বাংলা নিউজ > ছবিঘর > HDFC Bank Market Capitalisation: ১০ হাজার কোটি ডলারের এলিট ক্লাবে প্রবেশ HDFC ব্যাঙ্কের, পিছনে ফেলল ব্যাঙ্ক অফ চায়নাকে

HDFC Bank Market Capitalisation: ১০ হাজার কোটি ডলারের এলিট ক্লাবে প্রবেশ HDFC ব্যাঙ্কের, পিছনে ফেলল ব্যাঙ্ক অফ চায়নাকে

এইচডিএফসি লিমিটেডের সঙ্গে জুড়ে গিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। এই আবহে দেশের বৃহত্তম প্রাইভেট ব্যাঙ্কটি প্রবেশ করেছে 'এলিট ক্লাবে'। এই সংযুক্তিকরণের ফলে এইচডিএফসি ব্যাঙ্কের বাজার মূলধন দাঁড়াল ১৫১ বিলিয়ন ডলারে (ভারতীয় মুদ্রায় ১২.৪৩ লাখ কোটি টাকা)।