1/6আপনি যদি HDFC ব্যাঙ্কের গ্রাহক হন তবে এই খবর আপনার জন্য। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Mint)
2/6ব্যাঙ্ক জানিয়েছে, আগামী বছরের শুরুতেই সকল মার্চেন্ট সাইট/অ্যাপ থেকে HDFC ব্যাঙ্ক কার্ডের বিবরণ মুছে ফেলা হবে। ফাইল ছবি : মিন্ট (Mint)
3/6আগামী ১ জানুয়ারি থেকে এই কাজ করবে HDFC ব্যাঙ্ক। কিন্তু কেন? ফাইল ছবি : ব্লুমবার্গ (Mint)
4/6গ্রাহকদের কার্ডের তথ্য নিরাপদ রাখার উদ্দেশ্যে RBI এই সিদ্ধান্ত নিয়েছে। ফাইল ছবি : মিন্ট (Mint)
5/6নতুন নিয়মে গ্রাহকদের প্রতিবার পেমেন্ট করার সময় কার্ডের সম্পূর্ণ বিবরণ দিতে হবে। এর পাশাপাশি আরবিআই গ্রাহকদের টোকেনের বিকল্প বেছে নেওয়ার অপশনও দিচ্ছে। ফাইল ছবি : মিন্ট (Mint)
6/6টোকেন সিস্টেম কি: টোকেনাইজেশন হল কার্ডের ডিটেলস প্রদানের একটি বিকল্প পদ্ধতি। এর মাধ্যমে আসল কার্ডের বিবরণের পরিবর্তে অন্যান্য অপশনে কোডের ডিটেলস তৈরি করা হয়। একে টোকেন বলা হয়। রিজার্ভ ব্যাঙ্ক ২০১৯ সালে প্রথম টোকেন সিস্টেমের কথা জানিয়েছিল। এটি অনুমোদিত কার্ড নেটওয়ার্কগুলিকে অনুরোধের ভিত্তিতে টোকেন পরিষেবা প্রদানের অনুমতি দেয়। টোকেন অপশন ডেবিট এবং ক্রেডিট কার্ড উভয়েই উপলব্ধ হবে৷ শুধুমাত্র দেশের মধ্যে লেনদেনের জন্য প্রযোজ্য। ছবি : পিটিআই (Mint)