এইচডিএফসি লিমিটেড এবং এইচডিএফসি ব্যাঙ্ক মার্জ করছে। এর ফলে এইচডিএফসি ব্যাঙ্কের ৪১ শতাংশ শেয়ারের মালিক হবে এইচডিএফসি।
1/5হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (এইচডিএফসি) সোমবার জানিয়েছে যে আজ বোর্ড সভায়, এইচডিএফসি লিমিটেডকে এইচডিএফসি ব্যাঙ্কের সাথে একীভূত করার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশের তৃতীয় বৃহত্তম সংস্থা হতে চলেছে এইচডিএফসি। (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ) (REUTERS)
2/5১ এপ্রিল পর্যন্ত এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্কের বাজার মূলধনের উপর ভিত্তি করে, একীভূত সত্তার বাজার মূল্য ১২.৮ লক্ষ কোটি টাকার কাছাকাছি হবে৷ এইচডিএফসি বলেছে যে একীভূত সত্তায় ৪১ শতাংশ অংশীদারিত্ব থাকবে তাদের। (REUTERS)
4/5বিশ্লেষকরা মনে করছেন যে এই মার্জারের ফলে নিফটি ৫০ সূচকে সবচেয়ে বড় স্টক হবে এইচডিএফসি ব্যাঙ্ক। সহজেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে শীর্ষ পদ থেকে সরাতে পারবে ব্যাঙ্কিংস সংস্থাটি। বর্তমান নিফটির ১১.৯ শতাংশ রিলায়েন্স। ৩১ মার্চ পর্যন্ত জাতীয় শেয়ার বাজারের সূচকে এইচডিএফসি ব্যাঙ্কের ওজন ছিল ৮.৪ শতাংশ, এইচডিএফসি লিমিটেডের ওজন ছিল ৫.৬৬ শতাংশ৷ (REUTERS)
5/5এইচডিএফসি লিমিটেড এবং এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার বিনিময় অনুপাত এইরকম হবে - এইচডিএফসি লিমিটেডের ২৫টি সম্পূর্ণ পরিশোধিত ইক্যুইটি শেয়ারের জন্য (যার অভিহিত মূল্য ২ টাকা) এইচডিএফসি ব্যাঙ্কের ১ টাকা অভিহিত মূল্যের ৪২টি সম্পূর্ণ পরিশোধিত ইক্যুইটি পাবেন শেয়ারহোল্ডাররা। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (REUTERS)