একদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছিল। এবার সেই পথে হেঁটে স্থায়ী আমানতে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল এইচডিএফসি। ১৪ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে এই নয়া হার। বর্তমানে ব্যাঙ্কটি সাধারণ আমানতকারীদের সর্বোচ্চ ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে স্থায়ী আমানতে। নয়া সুদের হার ২ কোটি টাকা কম পরিমাণ আমানতের ওপর প্রযোজ্য।
1/5১৫ থেকে ২৯ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীদের ৩ শতাংশ হারে সুদ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। ৩০ থেকে ৪৫ দিন মেয়াদের স্থায়ী আমানতে ৩.৫০ শতাংশ হারে সুদ পেতে চলেছেন গ্রাহকরা। ৪৬ থেকে ৬০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীদের ৪.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। ৬১ থেকে ৮৯ দিন মেয়াদের স্থায়ী আমানতেও ৪.৫০ শতাংশ হারে সুদ পেতে চলেছেন গ্রাহকরা।
2/5৯০ দিন থেকে ৬ মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীদের ৪.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৬ মাস থেকে ৯ মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীদের ৫.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৯ মাস থেকে ১ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীদের ৬ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ১ বছর থেকে ১৫ মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীদের ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
3/5১৫ থেকে ১৮ মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীদের ৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ১৮ থেকে ২১ মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীদের ৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এদিকে ২১ মাস থেকে ২ বছর ফিক্সড ডিপোজিটেও আমানতকারীদের ৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এছাড়া ২ থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটেও আমানতকারীদের ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্কটি।
4/5৩ থেকে ৫ বছর এবং ৫ থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীদের ৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কের তরফে। এদিকে প্রায় প্রতিটি মেয়াদেই প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট করে সুদ পাচ্ছেন। প্রবীণ আমানতকারীদের ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদে ৩.৫ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে।
5/5প্রবীণ নাগরিকরা ৪৬ থেকে ৬০ দিন, ৬১ থেকে ৮৯ দিন, ৯০ থেকে ৬ মাস মেয়াদে ৫ শতাংশ হারে সুদ পাবেন। এদিকে ৬ থেকে ৯ মাস মেয়াদে প্রবীণ আমানতকারীদের জন্য সুদের হার ৬.২৫। ৯ মাস থেকে ১ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৫ শতাংশ। ১ বছর থেকে ১৫ মাস, ১৮ থেকে ২১ মাস মেয়াদে প্রবীণ নাগরিকদের ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্কটি। অপরদিকে ১ থেকে ১৫ মাস, ২১ মাস থেকে ২ বছর, ২ থেকে ৩ বছর এবং ৩ থেকে ৫ বছর মেয়াদেরও প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৫ শতাংশ। এদিকে ৫ থেকে ১০ বছর মেয়াদে সুদের হার ৭.৫ শতাংশ।