HDFC hikes lending Rate: শুক্রবার রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। তারপরই সুদের হার বাড়াল এইচডিএফসি লিমিটেড। তার ফলে ইএমআইয়ের খরচ বাড়তে চলেছে বলে সংশ্লিষ্ট মহলের তরফে জানানো হয়েছে।
1/4প্রত্যাশিতই ছিল। চমকও থাকল না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে রেপো রেট বাড়ানোর পরই সুদের হার বাড়াল এইচডিএফসি লিমিটেড। হাউসিং লোনের ক্ষেত্রে রিটেল প্রাইম লেন্ডিং রেট (আরপিআরআর) ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। তার ফলে ইএমআই বাবদ খরচ বাড়তে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে প্রদীপ গৌর/মিন্ট)
2/4ভারতের সর্ববৃহৎ হাউসিং ফিনান্স কোম্পানির তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাউসিং লোনের ক্ষেত্রে রিটেল প্রাইম লেন্ডিং রেট (আরপিআরআর) ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। যা কার্যকর হচ্ছে আজ (শনিবার, ১ অক্টোবর) থেকেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে প্রদীপ গৌর/মিন্ট)
3/4শুক্রবারই রেপো রেট (যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ধার দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক, সেটাই হল রেপো রেট) বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্কের তিন সদস্যের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি (এমপিসি) এবং বাইরের তিন বিশেষজ্ঞ রেপো রেট বাড়িয়ে ৫.৯ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন। যা ২০১৯ সালের এপ্রিলের পর থেকে সর্বোচ্চ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/4উল্লেখ্য, মুদ্রাস্ফীতিতে রাশ টানতে লতি বছরের মে থেকে লাগাতার রেপো রেট বাড়িয়ে চলেছে আরবিআই। তখন থেকে সবমিলিয়ে রেপো রেট ১৯০ বেসিস পয়েন্ট বেড়েছে। (ছবি সৌজন্যে ব্লুমবার্গ)