খুচরো প্রাইম লেন্ডিং রেট (আরপিএলআর) ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে হাউজিং ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন (এইচডিএফসি)। এখন এইচডিএফসি-র ‘অ্যাডজাস্টেবল-রেট’ গৃহঋণের সুদের হার বাড়বে। ইতিমধ্যেই গৃহঋণ থাকা গ্রাহকদের ইএমআই-এর উপর বোঝা বাড়তে চলেছে। তবে আগামী ১ অগস্ট থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।
1/3এর আগে ৯ জুন দেশের বৃহত্তম হাউজিং ফাইন্যান্স কোম্পানি এইচডিএফসি খুচরো প্রাইম ঋণের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। এর আগে ১ জুন তা বাড়ানো হয়েছিল ৫ বেসিস পয়েন্ট। শুধু তাই নয়, মে মাসেও দুই দফায় ঋণের হার বাড়ানো হয়েছিল। (REUTERS)
2/3এইচডিএফসি-র এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে যখন কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রানীতি কমিটির (এমপিসি) সভা করতে চলেছে। অগস্টের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক। বৈঠকে মূল্যস্ফীতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। (REUTERS)
3/3অনুমান করা হচ্ছে যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে আরবিআই আবারও রেপো রেট বাড়াতে পারে। রেপো রেট ০.৩৫ থেকে ০.৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। (REUTERS)