বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় 'মোখা'। তবে সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের দিকে আসছে না। বরং ঘূর্ণিঝড় যখন জন্ম নিচ্ছে, তখন প্রবল গরমে পুড়তে চলেছে পশ্চিমবঙ্গ। আজ ১৫ টি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। নেই কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। কবে বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/7আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি ন'টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/7বৃহস্পতিবার (১১ মে) দক্ষিণবঙ্গের কোনও জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টির পূর্বাভাস নেই। সব জেলা শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/7বৃহস্পতিবার শুষ্ক থাকবে উত্তরবঙ্গও। আজ কোনও জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। দুই দিনাজপুরে হলুদ সতর্কতা এবং মালদায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/7কবে বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবারও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার এবং রবিবার তিন জেলার (উত্তর ২৪ পরগনা, দত্রিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/7কবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার বৃষ্টি পেতে পারে উত্তরবঙ্গ। তবে সব জেলায় বৃষ্টি হবে না। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পঙের একাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী)
6/7আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত যে তাপমাত্রা আছে, তার বড়সড় কোনও পরিবর্তন হবে না। আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা একই স্তরে ঘোরাফেরা করবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/7গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। আজ বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)