Heavy Rain Forecast due to Cyclone: আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। তার ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সমুদ্রে ঘণ্টায় ৯০ কিমিতে ঝোড়ো হাওয়া বইবে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/6মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আজ সকালে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আরও পশ্চিম ও মধ্য-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং শনিবার (২২ অক্টোবর) গভীর নিম্নচাপ পরিণত হবে। রবিবার (২৩ অক্টোবর) অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর উত্তর দিকে বাঁক খেয়ে সোমবারের মধ্যে পশ্চিম-মধ্য ও সংলগ্ন বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে পৌঁছাবে এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। সেই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/6২৪ অক্টোবর (সোমবার) এবং ২৫ অক্টোবর (মঙ্গলবার): ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় (হাওড়া, কলকাতা, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শুধুমাত্র তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
4/6কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সোমবার (কালীপুজো) এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) আশঙ্কা আছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রে ঝড়ের বেগ কত থাকবে? ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, কালীপুজোয় (সোমবার) উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৮০ কিমিতে পৌঁছে যেতে পারে। মঙ্গলবার উত্তর বঙ্গোসাগরে হাওয়ার বেগ আরও বাড়বে। ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যা কখনও কখনও ঘণ্টায় ৯০ কিমিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6মৎস্যজীবীদের জন্য সতর্কতা: পশ্চিম-মধ্য এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য রবিবার (২৩ অক্টোবর) থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে চলে গিয়েছেন, তাঁদের শনিবারের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছে ভারতীয় মৌসম ভবন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)