শনিবার বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ জুড়ে। আজ থেকে উত্তরবঙ্গে অতিভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে কয়েকটি জেলায়। কলকাতায় আজ আংশিক মেঘলা থাকবে আকাশ।
1/4মৌসুমী অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ থেকে বাংলার বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই আবহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়লেও ভারী বৃষ্টি আপাতত হবে না। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2/4হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৭ এবং ২৮ অগস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৯ তারিখ, সোমবার থেকে ফের বৃষ্টি কমে যাবে। কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম তবে শনি-রবিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
3/4আজ ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। এই দু'দিন বিশেষত উত্তরের উপরের যে পাঁচটি জেলা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২৯, ৩০ তারিখ, সোম ও মঙ্গল উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে।
4/4শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকতে পারে।