Rain Forecast in West Bengal: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা - জোড়া ফলায় বুধবারও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গেও আগামিকাল সকালের দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে আগামী শুক্রবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির মাত্রা বাড়বে। আগামী শনিবার পর্যন্ত (২৭ অগস্ট) রাজ্যের কোন জেলায় কত বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/6উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত আছে। তার ফলে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হয়েছে। আগামিকালও (২৪ অগস্ট, বুধবার) দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
2/6আগামিকাল সকাল পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) সম্ভাবনা আছে। তারপর থেকে কয়েকটি জেলায় বৃষ্টির মাত্রা কমবে। শুধুমাত্র পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার একটি বা দুটি জায়গায় ভারী বর্ষণ হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/6আগামিকাল সকালের দিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। তারপর থেকে ঝোড়ো হাওয়া বইবে হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6আগামী বৃহস্পতিবার (২৫ অগস্ট) থেকে শনিবার (২৭ অগস্ট) পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/6আগামিকাল সকালের দিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং মালদায়) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে দুই দিনাজপুর এবং মালদায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বেলার দিক থেকে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার) বর্ষণের মাত্রা বাড়বে। ওই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) সম্ভাবনা আছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)