ঘূর্ণাবর্তের জেরে পুজোয় বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিম... more
ঘূর্ণাবর্তের জেরে পুজোয় বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিমবঙ্গ। এই আবহে তৃতীয়া থেকেই বিক্ষিপ্তভাবে বর্ষণ শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। আজ চতুর্থীর দিনও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গায়। এরপর শনিবার রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে। মূলত উপকূলীয় জেলা এবং কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
1/4হাওয়া অফিস জানিয়েছে, আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনিবার, অর্থাৎ ষষ্ঠীর রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। এরপর ২ (রবিবার) থেকে ৫ (বুধবার) অক্টোবর অর্থাৎ, সপ্তমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। (ছবি - এএনআই)
2/4রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে। এই সবদিনই কলকাতাতেও বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/4পুজোর সময় উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর, অর্থাৎ অষ্টমী পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এদিকে আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/4আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বৃহস্পতিবার চতুর্থীর দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে কলকাতায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশের আশেপাশে থাকতে পারে। ধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে তা ১ ডিগ্রি বেশি।