Guidelines for Helmet: বিশ্বস্বাস্থ্য সংস্থা হু এর... more
Guidelines for Helmet: বিশ্বস্বাস্থ্য সংস্থা হু এর তরফে যে গাইডলাইন এসেছে, তার সঙ্গে সহযোগিতা রয়েছে আইআইটি-র। দ্বিচক্র যান ও ত্রিচক্র যান নিয়ে এই বিশেষ গাইডলাইন প্রস্তুত করা হয়েছে। যাতে পথ নিরাপত্তা রক্ষা হয় ও রাস্তায় চলতি গাড়িতে মৃত্যুর সংখ্যার হার কমাতেও উদ্যোগ নেওয়ার লক্ষ্যেই এই গাইডলাইন।
1/5পুজো মানেই কয়েকদিনের অনাবিল আনন্দ। আর সেই আনন্দকে মাথায় রেখেই চলে দুর্গাপুজোর আগে নানান প্ল্যান। প্যান্ডেল হপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো নিয়ে পুজোর সময় নানান প্ল্যান চলে। আর পুজোয় প্রেম মানে তো আলাদা করে প্ল্যানিংয়ের সময়! পুজোয় অনেকেই প্রেমিকাকে বাইকে নিয়ে বেড়ানোর পরিকল্পনায় রয়েছেন। তার আগে একনজরে দেখে নিন বিশ্বস্বাস্থ্য সংস্থা হু হেলমেট সংক্রান্ত গাইডলাইন দেখে নিন। (প্রতীকী ছবি।)
2/5বিশ্বস্বাস্থ্য সংস্থা হু এর তরফে যে গাইডলাইন এসেছে, তার সঙ্গে সহযোগিতা রয়েছে আইআইটি-র। দ্বিচক্র যান ও ত্রিচক্র যান নিয়ে এই বিশেষ গাইডলাইন প্রস্তুত করা হয়েছে। যাতে পথ নিরাপত্তা রক্ষা হয় ও রাস্তায় চলতি গাড়িতে মৃত্যুর সংখ্যার হার কমাতেও উদ্যোগ নেওয়ার লক্ষ্যেই এই গাইডলাইন।
3/5গাইডলাইন- বিশ্বস্বাস্থ্য সংস্থা হু এর গাইডলাইন অনুসারে হেলমেট দিয়ে পুরো মুখ ঢেকে ফেলার কথা বলা হচ্ছে। যাতে তা শক্ত করে বাঁধা থাকে নিরাপত্তার জন্য, তার দিকে নজর রাখতে হবে। হু বলছে, এতে বড়সড় আঘাত ৬৪ শতাংশ এড়ানো যায়, আর মস্তিষ্কে আঘাত এড়ানো যায় ৭৪ শতাংশ।
4/5বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-র তরফে বলা হচ্ছে, দুই চাকার গাড়ি ও তিন চাকার গাড়ি খুবই সংখ্য়ায় বাড়ছে। প্রসঙ্গত, ইলেকট্রিক চালিত এই গাড়িগুলির সংখ্যা রাস্তায় বাড়তেই নানান ধরনের দুর্ঘটনা বাড়তে দেখা যাচ্ছে। বলা হচ্ছে, যেভাবে মোটরসাইকেল, স্কুটার, বাইক তীব্র গতিতে ছোটে তাতে জীবনদায়ী হেলমেট অবশ্যই পরা উচিত। ছবি- ওলা
5/5কিছু পরিসংখ্যান বলছে, পথ চলতি মানুষের দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনা ২০১৩ থেকে ২০১৬ এর মধ্যে দ্বিগুণ হয়েছে। তবে, এই বিষয়ে বহু ঘটনারই রিপোর্ট করা হয় না বলে খবর। বলা হচ্ছে, রাস্তায় যে সমস্ত দুর্ঘটনার ফলে মৃত্যু হয়, তারমধ্যে সবচেয়ে ৩০ শতাংশ মৃত্যু হয় পথচারীদের। সেই দিক থেকেও এই গাইডলাইন তাৎপর্যপূর্ণ। প্রতীকী ছবি।