মাত্র ১৫,০০০ টাকায় কি আজকাল ভাল স্মার্টফোন পাওয়া ... more
মাত্র ১৫,০০০ টাকায় কি আজকাল ভাল স্মার্টফোন পাওয়া যায়? এর উত্তর এক কথায় হ্যাঁ। চাইলে আপনার বাজেটের মধ্যেই দুর্দান্ত, ব্যালেন্সড একটি স্মার্টফোন পেতে পারেন। খালি আপনার কী কী প্রয়োজন তা বুঝতে হবে। এই তালিকায় রইল Samsung Galaxy F04, Oppo K10 থেকে শুরু করে Motorola G62 5G-এর হদিশ।
1/5Samsung Galaxy F04: স্যামসাংয়ের এই ফোন MediaTek P35 চিপসেট দ্বারা চালিত। এতে RAM Plus নামের ফিচারসহ 8GB পর্যন্ত RAM রয়েছে। Android 12 অপারেটিং সিস্টেম। 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন। দু'টি স্টাইলিশ রঙে পাবেন, জেড পার্পল এবং ওপাল গ্রিন। 4GB+64GB স্টোরেজ ভেরিয়েন্টে-এর দাম ৯,৪৯৯ টাকা। Samsung.com, Flipkart এবং রিটেল দোকান থেকে কিনতে পারেন। ছবি: স্যামসাং (Akash/HT Tech)