India vs Bangladesh- বোলিংয়ের সময় গম্ভীরের কোন টোটকায় সাফল্য পেলেন নীতীশ? ম্যাচ জিতে রহস্য ফাঁস করলেন
Updated: 11 Oct 2024, 07:52 PM ISTদিল্লিতে বাংলাদেশকে হারিয়ে টি২০ সিরিজ জিতে নিয়েছে ভারত। এক ম্যাচ বাকি থাকতেই টিম ইন্ডিয়া তরুণ ব্রিগেড নিয়েই দেখিয়ে দিয়েছে, এই মূহূর্তে এই ফরম্যাটে তাঁরা সেরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে নজর কেড়েছেন অলরাউন্ডার নীতীশ রেড্ডি। গম্ভীরের উপদেশ কাজে লাগিয়েই সাফল্য পেলেন এই ক্রিকেটার।
নীতীশ আরও যোগ করেছেন, ‘গৌতম গম্ভীরের বলার পরই আমি চেষ্টা করেছি সেই টিপস কাজে লাগাতে, আর সেটা করেই আমি সাফল্য পেলাম। আমাকে বলেছিল যখন বোলিং করব তখন নিজেকে বোলার ভাবতে। যাতে আমি নিজেকে একজন ব্যাটার কাম পার্ট টাইম বোলার না ভাবি। একজন নবাগত ক্রিকেটারের কাছে এই টিপসগুলো অনেক সাহায্য করে’। প্রসঙ্গত অনূর্ধ্ব ১৬ সেরা ক্রিকেটার হিসেবে নীতীশ বিসিসিআইয়ের পুরস্কারও পেয়েছিলেন ২০১৭-১৮ মরশুমে। ছবি-পিটিআই
(PTI) পরবর্তী ফটো গ্যালারি