Updated: 03 Jun 2022, 03:47 PM IST
লেখক Priyanka Bose
দিল্লিতে এক অনুষ্ঠানে কালো জাম্পস্যুটে ঝলমলে হিনা খান।
1/7টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে লেসের কালো জাম্পস্যুটে ধরা দেন হিনা। (ছবি ইনস্টাগ্রাম)
2/7কালো জাম্পস্যুটে একাধিক ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী।
3/7ঢেউ খেলানো চুল, হাই হিল. ন্যুড মেকআপে ধরা দিয়েছেন হিনা। ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে হিনা খানের সাজপোশাক নিয়ে চর্চা লেগেই থাকে।
4/7৭৫তম কান চলচ্চিত্র উৎসবে একের পর এক নজড়কাড়া লুকে ধরা দিয়েছেন হিনা। প্রিয় তারকার লাস্যময়ী রূপ দেখে মুগ্ধ অনুরাগীরাও।
5/7নিজের সাজপোশাকের ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন তিনি। হিনার এই লুক নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।
6/7হিনার এই পোশাক স্টাইলিস্ট সায়ালি বিদ্যা, যিনি কানের জন্যও হিনার হয়ে স্টাইল করেছেন।
7/7হিনাকে এই লুকে দেখে রীতিমতো চোখ ধাঁধিয়েছে নেটিজেনের।