সফল মডেল অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেস। কিন্তু মডেলিং কেরিয়ারের শুরুতে একাধিকবার বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন তিনি। মোটা থাই আর বড় নিতম্বের জন্য কটূক্তির শিকার হয়েছেন বলে জানিয়েছেন মডেল-অভিনেত্রী।
1/7মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেস। অর্জুন রামপালের বান্ধবী তিনি। তাঁর অনুরাগীর সংখ্যা অগণিত। ইনস্টাগ্রামে Ask Me Anything সেশনে সম্প্রতি গ্যাব্রিয়েলাকে প্রশ্ন করেন এক অনুরাগী। কখনও বডি শেমিংয়ের শিকার হয়েছেন কি না তিনি? (ছবি ইনস্টাগ্রাম)
2/7জবাবে তিনি বলেন, ‘এখন ফ্যাশন ইন্ডাস্ট্রি যেভাবে বদল এসেছে, আগে পরিবেশ তেমন ছিল না। আমার চেহারা নিয়ে অনেক কটূক্তি শুনতে হয়েছে। কখনও আমার নিতম্ব ভীষণ ভারী শুনতে হয়েছে, কখনও থাই মোটা বলেও কথা শুনতে হয়েছে'।
3/7আরও বলেন, 'অনেক বছর এবং অনেক অভিজ্ঞতার পরে নিজেকে স্থির করতে পেরেছিলাম। বুঝেছিলাম, অন্যের চোখে আমার চেহারা কতটা আকর্ষণীয় তার উপর আমার যোগ্যতা নির্ভর করে না।’
4/7অপর একজন তাঁর নিখুঁত এবং উজ্জবল ত্বকের রহস্য নিয়ে প্রশ্ন করেন। উত্তরে তিনি বলেন, সন্তান হওয়ার পর তাঁপ মুখে এখন বেশ কিছু পিগমেনটেশন রয়েছে। যদিও তিনি অ্যালকোহল খাননা, প্রচুর ঘুমান এবং সঠিক খাওয়া দাওয়া করেন।
5/7পাশাপাশি এও জানান, প্রচুর ব্যায়ম করেন তিনি। মুখ ধুয়ে সানস্ক্রিন, ময়শ্চারাইজার এবং ভিটামিন সি তাঁর ত্বকের জৌলুস ধরে রেখেছে।
6/7এসবের মাঝে এক অনুরাগী প্রশ্ন করেন, ‘আপনার ছেলেকে আমি অ্যাডপ্ট করতে পারি?’
7/7এমন অবদাবে ছেলে আরিকের ছবি শেয়ার করে গ্র্যাব্রিয়েলা বলেন, ‘না... ওকে নিয়ে আমিই ভীষণ সংবেদনশীল।’ ২০১৮ সালে অর্জুন রামপাল এবং গ্র্যাব্রিয়েলার পুত্র সন্তান আরিকের জন্ম হয়।