বাংলা নিউজ > ছবিঘর > IPL Auction 2023: হোল্ডারের জন্য সর্বোচ্চ খরচ,রুট-জাম্পাকেও নিল RR,বাকিদের পিছনে ৫০ লাখও পার হল না

IPL Auction 2023: হোল্ডারের জন্য সর্বোচ্চ খরচ,রুট-জাম্পাকেও নিল RR,বাকিদের পিছনে ৫০ লাখও পার হল না

আইপিএলে চলতি বছর রানার্স হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই দলটাকে প্রায় পুরোটাই ধরে রেখেছিল তারা। যে যে জায়গাগুলি ভরাট করার দরকার ছিল, হিসেব কষে সেই জায়গাগুলোই ভরাট করেছে। জেসন হোল্ডার, জো রুট, অ্যাডাম জাম্পাদের নিয়ে দলের শক্তি বাড়িয়েছে রাজস্থান।