Holi Party inside Plane Cockpit: বিমানের ককপিটেই ‘হোলি উদযাপন’, 'ডি-রস্টার' করা হল স্পাইসজেটের দুই পাইলটকে
Updated: 16 Mar 2023, 11:14 AM IST'বুরা না মানো, হোলি হ্যায়'। হোলির দিন নিজেদের কর্মস্থলে অনেকেই আবীর খেলে, ভালো-মন্দ খেয়ে উদযাপন করে থাকেন। ঠিক সেরকমটাই করেছিলেন স্পাইসজেটের দুই পাইলট। আবীর তাঁরা খেলেননি, তবে ককপিটে বসে গুজিয়া আর কফি খেয়ে হোলি উদযাপন করেন দু'জনে। আর তাঁদের এই কাণ্ডে হতবাক অনেকেই। আপাতত এই দুই পাইলটকেই 'ডি-রস্টার' করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে স্পাইসজেটের মুখপাত্র বলেন, 'উভয় পাইলটের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ততদিন তাঁদের রস্টার থেকে বাদ দেওয়া হল। ককপিটের ভিতরে খাবার খাওয়ার নিয়ম নেই এমনিতেই। সেই নিয়ম লঙ্ঘন করার ক্ষেত্রে স্পাইসজেটের একটি কঠোর নীতি রয়েছে। সমস্ত ফ্লাইট ক্রু সদস্যদের সেই নিয়ম মেনে চলতে হবে। তদন্ত শেষে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।'
(HT_PRINT)
পরবর্তী ফটো গ্যালারি