বাংলা নিউজ > ছবিঘর > Holi Party inside Plane Cockpit: বিমানের ককপিটেই ‘হোলি উদযাপন’, 'ডি-রস্টার' করা হল স্পাইসজেটের দুই পাইলটকে

Holi Party inside Plane Cockpit: বিমানের ককপিটেই ‘হোলি উদযাপন’, 'ডি-রস্টার' করা হল স্পাইসজেটের দুই পাইলটকে

'বুরা না মানো, হোলি হ্যায়'। হোলির দিন নিজেদের কর্মস্থলে অনেকেই আবীর খেলে, ভালো-মন্দ খেয়ে উদযাপন করে থাকেন। ঠিক সেরকমটাই করেছিলেন স্পাইসজেটের দুই পাইলট। আবীর তাঁরা খেলেননি, তবে ককপিটে বসে গুজিয়া আর কফি খেয়ে হোলি উদযাপন করেন দু'জনে। আর তাঁদের এই কাণ্ডে হতবাক অনেকেই। আপাতত এই দুই পাইলটকেই 'ডি-রস্টার' করা হয়েছে।