রবিবার কোন রাশির জাতকদের কেমন কাটবে দিন, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/12মেষ- ব্যবসায়িক পরিস্থিতি উন্নত হবে। অধিক পরিশ্রম করবেন। লাভের সুযোগ পাবেন। ব্যয় বাড়বে। ভাইদের সহযোগিতায় আটকে থাকা কাজ পূর্ণ হবে। সুসংবাদ লাভ করবেন।
2/12বৃষ- রাগ বাড়বে। কথাবার্তায় সংযত হন। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। দীর্ঘ দিনের আটকে থাকা কাজ পূর্ণ হবে।
3/12মিথুন- জীবনসঙ্গীর সঙ্গে অযথা বিবাদে জড়াবেন না। চাকরিতে ইচ্ছাবিরুদ্ধ অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন। দূরের যাত্রার সম্ভাবনা রয়েছে।
4/12কর্কট- পরিবারের সমস্যার প্রতি মনোনিবেশ করুন। গাড়ির রক্ষণাবেক্ষণে ব্যয় বাড়বে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উন্নতির যোগ রয়েছে। উচ্চাধিকারিকদের সঙ্গে মনোমালিন্য সম্ভব।
5/12সিংহ- পড়াশোনা ও বৌদ্ধিক কাজে ভালো পরিণাম লাভ করবেন। মানসিক অবসাদ বাড়বে। জীবনসঙ্গীর স্বাস্থ্য বিকার সম্ভব। গাড়ির রক্ষণাবেক্ষণে ব্যয় বাড়তে পারে।
6/12কন্যা- চাকরির পরীক্ষা ও ইন্টারভিউয়ে সফল হবেন। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য বিকার সম্ভব। অপরিকল্পিত ব্যয় বাড়বে।
7/12তুলা- চাকরিতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। কর্মক্ষেত্রে পরিবর্তনের পাশাপাশি ভিন্ন স্থানে যেতে পারেন। উন্নতির যোগ রয়েছে।
8/12বৃশ্চিক- পরিবারের সমস্যার ওপর নজর দিন। সন্তান অসুস্থ হতে পারে। মেজাজ খিটখিটে থাকবে। কর্মক্ষেত্রে ব্যবধান আসতে পারে। উন্নতির পথ প্রশস্ত হবে।
9/12ধনু- চাকরিতে উন্নতির সুযোগ পাবেন। আধিকারিকদের সঙ্গে সদ্ভাব হবে। স্বাস্থ্যের যত্ন নিন। পড়াশোনায় কঠিন পরিস্থিতির মুখে পড়বেন। বাহন সুখ বাড়বে। বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। মায়ের সহযোগিতা লাভ করবেন। অর্থ লাভ হবে।
10/12মকর- বৌদ্ধিক কাজে সম্মান বাড়বে। অর্থ লাভ হবে। কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখে পড়বেন। আধিকারিকদের সঙ্গে মতভেদ বাড়তে পারে। বিবাদ এড়িয়ে যান।
11/12কুম্ভ- চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে। কর্মক্ষেত্রে বিস্তার সম্ভব। মায়ের সহযোগিতা লাভ করবেন। যাত্রার যোগ রয়েছে।
12/12মীন- পরিবারের সঙ্গ লাভ করবেন। আয় কমবে ও ব্যয় বাড়বে। মায়ের কাছ থেকে অর্থ লাভ করতে পারেন। বন্ধুদের সহযোগিতায় রোজগারের পথ প্রশস্ত হবে। যাত্রা শুভ।