শুক্রবার কোন রাশির জাতকদের কেমন কাটবে দিন, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/12মেষ- গাড়ি কেনার কথা ভাবতে পারেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। ভোগ-বিলাসে ব্যয় হবে। অফিসে আধিকারিকদের সঙ্গে আলোচনা হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
2/12বৃষ- অধিক ব্যয় হবে। জীবনসঙ্গীকে উপহার দিতে পারেন। ভাই-বন্ধুদের আর্থিক সাহায্য পাবেন। কোনও পারিবারিক সমস্যার সমাধান হবে। প্রেম সম্পর্কে পরিপক্বতা আসবে। প্রভাব বাড়বে। অবসাদ দূর হবে।
3/12মিথুন- যাত্রার সময় কঠিন পরিস্থিতির মুখে পড়বেন। অতীতের পরিশ্রমের ফলে লাভ হবে। কেউ আপনার সমালোচনা করতে পারে। পরিজনদের সঙ্গে ভালো সময় কাটাবেন। রাজনৈতিক ও প্রভাবশালী জাতকদের সঙ্গে সম্পর্ক মধুর হবে।
4/12কর্কট- পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে উত্তম সাফল্য লাভ করবেন। সাক্ষাৎকারে সাফল্য লাভ করবেন। কেরিয়ারের প্রচেষ্টায় সাফল্য লাভ করবেন। আপনার প্রতি সকলের বিশ্বাস বজায় থাকবে। অফিসিয়াল যাত্রায় যেতে পারেন।
5/12সিংহ- তাড়াহুড়োয় কাজ প্রভাবিত হতে পারে। উচ্চাধিকারিকদের প্রতি ব্যবহার খারাপ হতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য নেতিবাচক দিন। জীবনসঙ্গীর সঙ্গে সামঞ্জস্য থাকবে। আয় বাড়বে।
6/12কন্যা- আপনার কথা বলার কৌশলের ফলে প্রশংসা লাভ করবেন। নতুন পরিকল্পনার সূচনা ও কার্যকরী করার ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। ব্যবসায় ভালো প্রদর্শন করবেন। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে।
7/12তুলা- কারও সঙ্গে বিবাদ হতে পারে। ঋণের লেনদেনের ফলে ক্ষতি হতে পারে। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না। ছোটো বাচ্চাদের স্বাস্থ্যের যত্ন নিন। নিজের পরিকল্পনা গোপন রাখুন। শত্রুদের থেকে সাবধানে রাখুন।
8/12বৃশ্চিক- দিন ভালো। কর্মক্ষেত্রে আগত বাধা দূর হবে। পড়ুয়ারা পরীক্ষায় ভালো ফলাফল লাভ করবেন। লেখালেখির কাজের সঙ্গে জড়িত জাতকরা বড়সড় সম্মান লাভ করতে পারেন। খাওয়া-দাওয়ায় গাফিলতি করবেন না।
9/12ধনু- নিজের দায়িত্ব পালনে গাফিলতি করবেন না। আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পাবেন। পরিবারের সঙ্গে শিপিংয়ের জন্য যেতে পারেন। ব্যবসায় নতুন চুক্তি চূড়ান্ত হতে পারে। পৈতৃক কাজে বৃদ্ধি হবে। প্রেমীদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।
10/12মকর- সরকারি কাজে বাধা দূর হবে। কারও কথায় চিন্তিত হয়ে পড়তে পারেন। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। বিবাহের পর সম্পর্কে বিবাদ বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল লাভ করবেন। আর্থিক সমস্যা দূর হবে। সাবধানে গাড়ি চালান।
11/12কুম্ভ- ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন। কর্মক্ষেত্র ও বাড়ির মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। জীবনসঙ্গীর সঙ্গে ঘুরতে যাবেন। বিরোধীদের ওপর প্রভাব ফেলবেন। পছন্দের জিনিস কিনবেন। আয় বাড়বে।
12/12মীন- কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। আটকে থাকা কাজ পূর্ণ হবে। পরোপকারে মনোনিবেশ করবেন। ব্যবসায় বড়সড় লগ্নি করে সাফল্য লাভ করবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত বাধা দূর হবে।