রবিবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/4মেষ- মন অশান্ত থাকবে। ধর্মীয় কাজে রুচি বাড়বে। শিক্ষা কাজে সাফল্য লাভ করবেন। মান-সম্মান লাভ করবেন। মানসিক চিন্তা বজায় রাখুন। ব্যয় অধিক হবে। পোশাকে ব্যয় করতে পারেন।
2/4বৃষ- ভাষায় মাধুর্য থাকবে। মনে নেতিবাচক চিন্তাভাবনা থাকবে। পরিবারের সঙ্গ লাভ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন। মা-বাবার কাছ থেকে আর্থিক সহযোগিতা লাভ করবেন। সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন। মানসিক শান্তি থাকবে।
3/4মিথুন- মানসিক শান্তি থাকবে। ব্যবসায় মনোযোগী হন। কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। শিল্প ও সঙ্গীতের প্রতি রুচি বাড়তে পারে। আয়ের নতুন উৎস বিকশিত হতে পারে। কথাবার্তায় সংযমী থাকুন। ভাইদের সহযোগিতা লাভ করবেন।
4/4কর্কট- মন অশান্ত থাকবে। রাগ করবেন না। পরিবারের সঙ্গে ধর্মীয়স্থানে যাত্রায় যেতে পারেন। অসুস্থ হতে পারেন। পরিবারের দায়িত্ব বাড়তে পারে। মান-সম্মান বাড়বে। মান-সম্মান বৃদ্ধি হবে।