রবিবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যো...
more
রবিবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/4ধনু- মানসিক শান্তি থাকবে। তা সত্ত্বেও অপ্রয়োজনীয় বিবাদ ও ঝগড়া হতে পারে, তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন। চিকিৎসায় ব্যয় বাড়তে পারে। অতি উৎসাহী হবেন না। সুসংবাদ পাবেন।
2/4মকর- রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখুন। বাবার স্বাস্থ্যের যত্ন নিন। পড়াশোনায় ব্যবধান আসতে পারে। আয় কমবে ও ব্যয় অধিক হবে। পারিবারিক জীবন সুখে কাটবে। সন্তানের দায়িত্ব পূরণ করবেন। কোনও বন্ধুর আগমন হতে পারে।
3/4কুম্ভ- মনে চিন্তা থাকবে। চাকরিতে আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। যাত্রায় যেতে পারেন। ব্যয় অধিক হবে। আত্মবিশ্বাস কমবে। কর্মক্ষেত্রে বিস্তারের সম্ভাবনা রয়েছে। লাভের সুযোগ পাবেন। ধর্মীয় কাজে রুচি বাড়বে। বন্ধুদের সঙ্গে দেখা হবে।
4/4মীন- ব্যবসায় উন্নতি হবে। ভাই-বোনের সহযোগিতা লাভ করবেন। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। পরিবারে পারস্পরিক সহযোগিতা লাভ করবেন। যাত্রায় যেতে পারেন। মানসিক শান্তি থাকবে বিবাদ এড়িয়ে যান।