সোমবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীর...
more
সোমবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/4ধনু- মন অশান্ত থাকবে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে আবারও সম্পর্ক তৈরি হবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের সুযোগ পাবেন। আটকে থাকা টাকা লাভ করবেন। শিক্ষাকাজে সাফল্যের যোগ রয়েছে। অনাবশ্যক ব্যয় বৃদ্ধির কারণে মনে চিন্তা থাকবে।
2/4মকর- ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন। পরিবারের সমস্যার কারণে চিন্তিত থাকবেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। অধিক পরিশ্রম করতে হবে। যাত্রার ফলে লাভ হবে। বাড়ি ও সম্পত্তির রক্ষণাবেক্ষণে ব্যয় বাড়তে পারে। রাগ করবেন না। যাত্রা করতে হতে পারে।
3/4কুম্ভ- কথাবার্তায় ভারসাম্য বজায় রাখুন। কোনও বন্ধুর সহযোগিতায় ব্যবসায় লগ্নি করতে পারেন। মায়ের স্বাস্থ্য সম্পর্ক সচেতন থাকুন। পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। যাত্রার যোগ রয়েছে। উন্নতির সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন।
4/4মীন- আত্মবিশ্বাস কমবে। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। শিক্ষা কাজের প্রতি সতর্ক থাকুন। আটকে থাকা টাকা ফিরে পাবেন। সাবধানে গাড়ি চালান। পড়াশোনায় মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুদের সঙ্গে মনোমালিন্য হতে পারে।