মঙ্গলবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্...
more
মঙ্গলবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/4সিংহ- অযথা রাগ করবেন না। পরিবারের সঙ্গে ধর্মীয় স্থানের যাত্রায় যেতে পারেন। বন্ধুদের সহযোগিতা লাভ করতে পারেন। মন অশান্ত থাকবে। ধৈর্য কমবে। ব্যয় বাড়বে। তবে আয় বৃদ্ধি হবে। সন্তান কষ্টে থাকবে।
2/4কন্যা- চাকরিতে পরিবর্তনের সুযোগ পেতে পারেন। পরিবার থেকে দূরে যেতে পারেন। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখুন। জীবনসঙ্গীর সঙ্গ লাভ করবেন। সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন।
3/4তুলা- মা-বাবার সান্নিধ্য লাভ করবেন। চাকরিতে ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত দায়িত্ব লাভ করতে পারেন। পরীক্ষা, প্রতিযোগিতা ও ইন্টারভিউয়ে সাফল্য লাভ করবেন। চাকরিতে উন্নতির যোগ সৃষ্টি হচ্ছে। আয়ের উৎস বিকশিত হতে পারে।
4/4বৃশ্চিক- কথাবার্তায় ভারসাম্য বজায় রাখুন। চাকরির কারণে বিদেশ যাত্রায় যেতে পারেন। ব্যয় বাড়বে। আয় বৃদ্ধি হবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। মেজাজ খিটখিটে থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও ইন্টারভিউয়ে ভালো ফলাফল করবেন।