বৃহস্পতিবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/4মেষ- আটকে থাকা কোনও টাকা পাবেন। বাবা-মায়ের সান্নিধ্য মিলবে। ব্যবসায় পরিস্থিতির উন্নতি হবে। আয় বাড়বে। বেশি পরিশ্রম করতে হবে। কোনও বন্ধুর সহযোগিতায় রোজগারের সুযোগ পেতে পারেন। মানসিক শান্তি থাকবে। আত্মসংযমী থাকতে হবে। আশা এবং নিরাশা - উভয় অনুভূতি থাকবে।
2/4বৃষ- মনে নিরাশা এবং অসন্তোষ থাকবে। কথাবার্তায় ভারসাম্য বজায় রাখতে হবে। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে। বন্ধুর সহযোগিতা পাবেন। অকারণে খরচ বাড়বে। সঞ্চিত ধন কমে যাবে। অধিক পরিশ্রম করতে হবে। সন্তান সুখ পাবেন।
3/4মিথুন- চাকরিতে অকারণে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন। চাকরিতে সচেতন থাকতে হবে। কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। জীবনযাত্রা কঠিন হতে পারে। মন অশান্ত থাকবে। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন। চাকরির জন্য অন্যত্র কোথাও যেতে হতে পারে। সঞ্চিত অর্থ কমে যেতে পারে।
4/4কর্কট- আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। চাকরিতে বাড়তি কোনও দায়িত্ব পেতে পাতেন। উন্নতির পথ প্রশস্ত হচ্ছে। মন ভালো থাকবে। ধৈর্যশীলতা কম থাকতে পারে। পরিবারে ধর্মীয় কাজ হতে পারে। মিষ্টির প্রতি রুচি বাড়তে পারে। নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন।