শুক্রবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/4মেষ- মানসিক শান্তি থাকবে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। চাকরিতে উন্নতির যোগ তৈরি হবে। শাসক দলের সহযোগিতা পাবেন। মনে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। শিক্ষা সংক্রান্ত কাজে সাফল্য পাবেন। খরচ বাড়বে। স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে হবে। কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।
2/4বৃষ- আত্মবিশ্বাস কম থাকবে। চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। বাড়তি পরিশ্রম করতে হবে। মেজাজ খিটখিটে থাকবে। অকারণে ব্যয় বাড়বে। বন্ধুর সঙ্গে মনমালিন্য হতে পারে। স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।
3/4মিথুন- চিন্তিত থাকবেন। আত্মবিশ্বাস কম হবে। চাকরিতে পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। খরচ বাড়বে। বন্ধুর সহযোগিতা পাবেন। আত্মসংযমী থাকতে হবে। ধৈর্য বাড়বে। শিক্ষা এবং গবেষণা সংক্রান্ত কাজে সমস্যা হতে পারে। দীর্ঘ যাত্রায় যেতে পারেন।
4/4কর্কট- আত্মসংযত থাকুন। রাগ এবং আবেগ বেশি থাকবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। মানসিক শান্তি থাকবে। ধৈর্য বাড়বে। শিক্ষা এবং গবেষণা সংক্রান্ত কাজে বাধা আসতে পারে। বন্ধুর থেকে কোনও উপহার মিলতে পারে।