শুক্রবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/4সিংহ- রেগে যেতে পারেন মাঝেমধ্যে। চাকরিতে উন্নতির সুযোগ পেতে পারেন। আয় বাড়বে। কথাবার্তার ক্ষেত্রে সংযমী হতে হবে। ধৈর্য কম থাকবে। চাকরিতে বাড়তি দায়িত্ব পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। মনে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।
2/4কন্যা- আত্মসংযত থাকুন। মনে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। তা এড়িয়ে চলতে হবে। কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। চাকরির জন্য কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসলে সাফল্য পাবেন। সাফল্য মিলবে ইন্টারভিউয়েও। পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ বাড়বে। পারিবারিক জীবন কষ্টকর হবে।
3/4তুলা- মানসিক শান্তি থাকবে। শিক্ষা সংক্রান্ত কাজে সাফল্য পাবেন। বন্ধুর সহযোগিতা পাবেন। সহযোগিতা মিলবে পরিবারেরও। মায়ের শরীর খারাপ হতে পারে। বাড়তে পারে খরচ। কোনও বন্ধুর সহযোগিতায় আয় বাড়বে। মনে বিভ্রান্তি তৈরি হতে পারে।
4/4বৃশ্চিক- আত্মসংযত থাকতে হবে। ব্যবসার বৃদ্ধির ক্ষেত্রে ভাইবোনের সহযোগিতা মিলবে। কথাবার্তার ক্ষেত্রে সংযমী থাকতে হবে। মন অশান্ত থাকবে। ধৈর্য কম হবে। আত্মবিশ্বাস কম থাকবে। সহযোগিতা মিলবে পরিবারের। শুভ খবর পাবেন।