শুক্রবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/4ধনু- চাকরিতে উন্নতির যোগ তৈরি হবে। ধৈর্য কম থাকবে। পরিবারে শান্তির চেষ্টা করুন। চাকরিতে পরিবর্তনের যোগ তৈরি হবে। পরিবারের দায়িত্ব বাড়তে পারে। বাবার সঙ্গ মিলবে। পঠন-পাঠনে আগ্রহ বাড়বে। মানসিক শান্তি থাকবে। কথাবার্তার ক্ষেত্রে সংযমী থাকতে হবে।
2/4মকর- আয় কমায় চিন্তিত থাকবেন। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। কাজের প্রতি উৎসাহ থাকবে। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে। ভিন্ন কোনও স্থানে যেতে পারেন। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন।
3/4কুম্ভ- পরিবারের দায়িত্ব বাড়তে পারে। রেগে যেতে পারেন মাঝেমধ্যে। কোনও বন্ধুর সহযোগিতায় আয়ের নয়া পথ খুলে যেতে পারে। তবে ব্যয় বাড়বে। তার ফলে সার্বিকভাবে আয় কমবে। আত্মবিশ্বাস কম থাকবে। স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে হবে।
4/4মীন- শিক্ষা সংক্রান্ত কাজের প্রতি বাড়তি সচেতন থাকতে হবে। মন অশান্ত থাকবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। রাগ এবং আবেগ বেশি থাকবে। তা এড়িয়ে চলতে হবে। কাজে বাধা আসবে। সহযোগিতা পাবেন পরিবারের।