শনিবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/12মেষ- পারিবারিক জীবন সুখে কাটবে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন। বাহন সুখে বৃদ্ধি হতে পারে। ব্যয় বাড়বে। আটকে থাকা চাকা লাভ করবেন। পরিবারের সঙ্গ লাভ করবেন। সুসংবাদ পাবেন।
3/12মিথুন- পারিবারিক জীবন সুখে কাটবে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। পরিবারে সুখ-শান্তি থাকবে। বাহন সুখে বৃদ্ধি হবে। যাত্রার যোগ রয়েছে।
4/12কর্কট- স্বাস্থ্যের যত্ন নিন। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। ব্যবসায় অর্থ লাভ হবে। পড়াশোনা বা গবেষণার কাজে বিদেশ যাত্রা করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। মেজাজ খিটখিটে থাকবে।
5/12সিংহ- মানসিক শান্তি থাকবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। ব্যয় বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হবে।
6/12কন্যা- পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে। স্থান পরিবর্তন হতে পারে। সঞ্চিত অর্থ কমবে। কর্মক্ষেত্রে পরিবর্তন সম্ভব। কাজের দায়িত্ব বাড়তে পারে।
7/12তুলা- পড়াশোনা ও গবেষণার কাজে সাফল্য লাভ করবেন। পরিবারে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। বাহন সুখে বৃদ্ধি হতে পারে। ব্যয় বাড়তে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য বিকার সম্ভব। মানসিক সমস্যা থাকবে।
8/12বৃশ্চিক- চাকরিতে কাজের দায়িত্ব বাড়বে। অধিক পরিশ্রম করতে হবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। আয় বৃদ্ধি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে।
9/12ধনু- অযথা বিবাদে জড়াবেন না। ব্যবসায় ভাই-বোনের সহযোগিতা লাভ করবেন। অর্থ বৃদ্ধি হবে। পরিবারের সমস্যা চিন্তায় ফেলবে। পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে। ধর্মীয় স্থানের যাত্রায় যেতে পারেন।
10/12মকর- জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হবে। ব্যবসায় পরিবর্তন সম্ভব। বাড়ির সাজসজ্জায় ব্যয় হবে। মায়ের কাছ থেকে অর্থ লাভ করবেন। কর্মক্ষেত্রের বিস্তার হবে। অধিক পরিশ্রম করতে হবে।
11/12কুম্ভ- পড়াশোনায় মনোনিবেশ করবেন। পরিবারে স্থান পরিবর্তনের যোগ রয়েছে। পরিবার থেকে দূরে থাকতে পারেন। আলস্য বাড়বে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি সম্ভব। কোনও বন্ধুর সহযোগিতায় আয়ের উৎস বিকশিত হবে।
12/12মীন- আবেগ নিয়ন্ত্রণে রাখুন। পরিবারে শান্তিও সদ্ভাব থাকবে। ব্যবসার কারণে বিদেশ যাত্রা করতে পারেন, এর ফলে লাভ হবে। কর্মক্ষেত্রে আধিকারিকদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। রাগ এড়িয়ে চলুন।