শুক্রবার কোন রাশির জাতকদের কেমন কাটবে দিন, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/12মেষ রাশি- আত্মসংযত থাকতে হবে। পরিবারের সমস্যার দিকে নজর দিন। বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে। কোনও বন্ধুর সহযোগিতায় ব্যবসায় লাভের সুযোগ মিলবে। উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। নয়া দায়িত্ব পেতে পারেন। চাকরি পরিবর্তনের সম্ভাবনা আছে। আয় বাড়বে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে।
2/12বৃষ রাশি- মানসিক দিক থেকে সন্তোষজনক পরিস্থিতি থাকবে। কোনও বন্ধুর সহযোগিতায় আয় বৃদ্ধি বাড়তে পারে। বাড়িতে সুখ বাড়বে। মায়ের স্বাস্থ্যের অবনতি হবে। খরচ বাড়তে পারে। চাকরিতে উন্নতির যোগ তৈরি হতে পারে। শিক্ষা সংক্রান্ত কাজে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন।
3/12মিথুন রাশি- সংযত থাকতে হবে। তবে মন অশান্ত হতে পারে। চাকরিতে নয়া দায়িত্ব পেতে পারেন। বাড়তি পরিশ্রম করতে হবে। বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে। মায়ের সান্নিধ্য এবং সহযোগিতা পাবেন। শিক্ষা সংক্রান্ত কাজে বাধা আসতে পারে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। যাত্রার যোগ তৈরি হচ্ছে।
4/12কর্কট রাশি- মন ভালো থাকবে। কথাবার্তার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে হবে। চাকরির জন্য বিদেশযাত্রার যোগ তৈরি হচ্ছে। যাত্রা লাভজনক হবে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে আবারও সম্পর্ক তৈরি হতে পারে। কোনও বন্ধুর আগমন হতে পারে। আয় কমে যেতে পারে এবং খরচ বাড়তে পারে। শুভ খবর লাভ করবেন।
5/12সিংহ রাশি- মানসিক শান্তি লাভের চেষ্টা করুন। বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে। সার্বিকভাবে সিংহ রাশির জাতকদের অবস্থার পরিবর্তন হবে। শিক্ষা সংক্রান্ত কাজে সার্থক ফল লাভ করবেন। পরিবারের সহযোগিতা পাবেন।
6/12কন্যা রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। পরিবারে সুখ-শান্তি থাকবে। সুস্বাদু খাবারের প্রতি আগ্রহ বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর দিন। মান-সম্মান বাড়বে। দৈনিক কাজে বাধা আসতে পারে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে।
7/12তুলা রাশি- মন অশান্ত থাকবে। মনে নৈরাশ্য থাকবে। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। খরচ বাড়তে পারে। গাড়ি কিনতে পারেন। পরিবারের সঙ্গে পাবেন। ব্যবসার বহর বৃদ্ধির ক্ষেত্রে ভাইবোনের সহায়তা পাবেন। দীর্ঘ যাত্রায় যাওয়ার যোগ তৈরি হচ্ছে। কথাবার্তার ক্ষেত্রে মাধুর্য থাকবে।
8/12বৃশ্চিক রাশি- বাড়ি কিনতে পারেন। পারিবারিক জীবন সুখকর হবে। চাকরিতে উন্নতির যোগ তৈরি হতে পারে। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। ধৈর্য কমে যাবে। আত্মীয় বা প্রবীণ নাগরিকের থেকে ধন লাভের যোগ তৈরি হচ্ছে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। পরিবারে ধর্মীয় কাজ হতে পারে।
9/12ধনু রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। চাকরিতে উন্নতির যোগ তৈরি হচ্ছে। গাড়ি কিনতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিন। অত্যধিক দৌড়ঝাঁপ করতে হবে। বন্ধুর সহযোগিতা পাবেন। নিজের চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের যোগ তৈরি হচ্ছে।
10/12মকর রাশি- সংযত থাকতে হবে। অকারণে রেগে যাবেন না। কোনও সম্পত্তির থেকে অর্থ প্রাপ্তি হবে। গবেষণা সংক্রান্ত কাজে মান-সম্মান পাবেন। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। শিক্ষাগত কাজে বাধা আসতে পারে। ধর্মের প্রতি আগ্রহ বাড়বে। বিয়ে নিয়ে বাবার সঙ্গে মতভেদ হতে পারে। মনে শান্তি থাকবে।
11/12কুম্ভ রাশি- কথাবার্তার ক্ষেত্রে মাধুর্য থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। চাকরিতে পরিবর্তনের সুযোগ মিলতে পারে। অধিক পরিশ্রম করতে হবে। শিক্ষাগত কাজের জন্য বিদেশযাত্রার যোগ তৈরি হবে। পরিবারের সহযোগিতা লাভ হবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। মন অশান্ত থাকবে। উন্নতির যোগ তৈরি হবে।
12/12মীন রাশি- মন ভালো থাকবে। কথাবার্তায় সংযত থাকতে হবে। তবে মাধুর্য থাকবে। ব্যবসায় উন্নতি হবে। অধিক দৌড়ঝাঁপ করতে হবে। মেজাজ খিটখিটে থাকবে। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। আয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে।