বৃহস্পতিবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/4মেষ- মনে আনন্দ থাকবে। পারিবারিক জীবন সুখে কাটবে। চাকরিতে আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন। ধৈর্য কমবে। আয়ে উন্নতি হবে। মানসিক শান্তি থাকবে, তবে আত্মবিশ্বাস কমবে।
2/4বৃষ- কোনও অজ্ঞাত ভয়ের কারণে চিন্তিত থাকবেন। কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ সৃষ্টি হচ্ছে। বাবার স্বাস্থ্য বিকার হতে পারে। ব্যয় বাড়বে। আত্মবিশ্বাস কমবে। ব্যবসায় কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। যাত্রার যোগ সৃষ্টি হচ্ছে।
3/4মিথুন- মন চিন্তিত থাকবে। অপ্রয়োজনে রাগ করবেন না। ব্যবসায় কঠিন পরিস্থিতির মুখে পড়বেন। স্বাস্থ্যের যত্ন নিন। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। শিক্ষা ও গবেষণার কাজে সাফল্য লাভ করতে পারেন। বাবা অসুস্থ থাকতে পারে। আয় বৃদ্ধির উৎস খুঁজে পাবেন।
4/4কর্কট- মনে আশা-হতাশা থাকবে। ব্যবসার পরিস্থিতি উন্নত হবে। ধৈর্য কমবে। ঘর-পরিবারে ধর্মীয় কাজ হতে পারে। গাড়ি কিনতে পারেন। বাড়ি বা সম্পত্তিতে লগ্নি করতে পারেন। বন্ধুদের সঙ্গে দেখা হবে।