শুক্রবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/4ধনু- শিক্ষা ও বৌদ্ধিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। কোনও বন্ধুর সহযোগিতায় অর্থ লাভ হতে পারে। পারিবারিক জীবন সুখে কাটবে। স্বাস্থ্য বিকার হতে পারে। চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ইন্টারভিউয়ে ভালো ফলাফল লাভ করবেন।
2/4মকর- অযথা রাগ করবেন না। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পরিবারের সহযোগিতা লাভ করবেন। বাহন সুখে বৃদ্ধি হবে। আয়ের উৎস বাড়বে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন।
3/4কুম্ভ- মানসিক শান্তির চেষ্টা করুন। চাকরিতে কাজের দায়িত্ব বাড়বে। স্থান পরিবর্তন সম্ভব। ব্যয় বাড়বে। আয় কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে। ব্যয় বাড়বে। কোনও বন্ধুর সহযোগিতায় চাকরির সুযোগ পাবেন।
4/4মীন- ব্যয় বাড়ায় চিন্তিত থাকবেন। পড়াশোনায় উন্নতি হবে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আয়ের উৎস বিকশিত হবে। মন অশান্ত থাকবে। পারিবারিক সমস্যা চিন্তিত করে তুলবে। চাকরিতে আধিকারিকদের সঙ্গে মতভেদ হতে পারে।