বৃহস্পতিবার কোন রাশির জাতকদের কেমন কাটবে দিন, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/12মেষ- কর্মক্ষেত্রে অ্যাফেয়ার শুরু হতে পারে। বন্ধুদের সঙ্গে ফোনে আলোচনা হবে। অচেনা ব্যক্তিদের থেকে সাবধানে থাকুন। অফিসে আপনার কাজের প্রশংসা হবে। কাজের চাপ কম থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
2/12বৃষ- কারও সঙ্গে তর্ক হতে পারে। সহকর্মীদের থেকে রেগে যেতে পারেন। বাচ্চাদের সমস্যা দূর হবে। অর্থ লাভের সুযোগ পাবেন। ব্যবসায় লাভ হবে। সময়ের মধ্যে নিজের দায়িত্ব পূরণের চেষ্টা করুন। কোনও বন্ধুর সঙ্গে যাত্রায় যেতে পারেন।
3/12মিথুন- অনর্থক আলোচনায় অংশগ্রহণ করে সময় নষ্ট করবেন না। কেরিয়ারের জন্য নতুন প্লান করতে পারেন। দম্পতি আনন্দে থাকবেন। ব্যবসায় চুক্তির প্রস্তাব পেতে পারেন। অফিসের কাজ বাড়িতে করতে হতে পারে।
4/12কর্কট- আটকে থাকা কাজ পূর্ণ করতে অসমর্থ থাকবেন। স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। ভুল কাজের ফলে লোকসান হবে। সম্পত্তি বৃদ্ধি হবে। গাড়ি কিনতে পারেন। বিরোধীদের থেকে সাবধানে থাকুন। কষ্ট মুক্তি ঘটবে।
5/12সিংহ- পরিজনদের বকাঝকার বিষয় খুব বেশি চিন্তাভাবনা করবেন না। আটকে থাকা কাজ পূর্ণ করার চেষ্টা করবেন। শুভ কাজে অংশগ্রহণ করবেন। দায়িত্ব পূরণে বন্ধুদের সহযোগিতা লাভ করবেন।
6/12কন্যা- রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা সমস্যায় পড়তে পারেন। নেতিবাচক পারিবারিক পরিবেশ থাকবে। অফিসে প্রশংসা লাভ করবেন। কথাবার্তায় সাবধানতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে নতুন জাতকদের সঙ্গে দেখা হবে। অধিক ব্যয় হবে।
7/12তুলা- চাকরিতে পদোন্নতি হবে। নিজের অভাব দূর করার চেষ্টা করবেন। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। কেরিয়ারে অবসাদ থাকবে। দাম্পত্য জীবনে অবসাদ থাকবে।
8/12বৃশ্চিক- যাত্রার সময় সমস্যা হতে পারে। আয়ের চেয়ে বেশি ব্যয় করবেন না। ব্যবসায়িক গতিবিধি সময়ের মধ্যে পূরণ হবে না। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। কাজ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কাজ শুরু করবেন না। বিরোধীদের থেকে সতর্ক থাকুন।
9/12ধনু- প্রেম নিবেদন করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ দূর হবে। জরুরি কাজ পূর্ণ হবে। অধিক ব্যয় হতে পারে। লগ্নির ফলে লাভ হবে। জমি-সম্পত্তির মামলায় বিবাদ হতে পারে।
10/12মকর- ব্যবসায় ধন লাভের সম্ভাবনা রয়েছে। অন্যের সাহায্য করতে তৎপর থাকবেন। কাউকে নিজের কথা মান্য করানোর জন্য জোরজবরদস্তি করবেন না। বন্ধুর সঙ্গে তর্ক হতে পারে। পদোন্নতির খবর পাবেন।
11/12কুম্ভ- স্বাস্থ্যের প্রতি গাফিলতি করবেন না। ধন লাভ হবে। দিন ভালো কাটবে। বিতর্ক এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে সময় কাটাবেন। প্রেমীদের জন্য দিন ভালো।
12/12মীন- অপ্রয়োজনীয় কাজে অধিক ব্যয় হবে। আকস্মিক যাত্রায় যেতে পারেন। কোনও কাজ শুরুর আগে পরিকল্পনা করে নিন। আধিকারিকরা আপনার প্রতি ক্ষুব্ধ হতে পারেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে।