শনিবার কোন রাশির জাতকদের কেমন কাটবে দিন, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/12মেষ- যাত্রার সময় গাড়ি বিগড়ে যেতে পারে। কথাবার্তার সময় ভেবেচিন্তে শব্দ প্রয়োগ করুন। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসবেন। সাবধানে লেনদেন করুন।
2/12বৃষ- ব্যক্তিগত কাজ পূর্ণ করতে পারেন। সামাজিক কাজে সক্রিয়তা বাড়বে। কেরিয়ার সংক্রান্ত সুসংবাদ পাবেন। বাড়ির জন্য নতুন জিনিস কিনতে পারেন। পদোন্নতি সম্ভব।
3/12মিথুন- বিবাহিতরা যাত্রায় যেতে পারেন। ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা করতে পারেন। বাড়িতে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক লেনদেনে চিন্তিত থাকবেন। লগ্নির জন্য সময় ভালো। অধিক কাজের ফলে ক্লান্তি হতে পারে। পড়ুয়ারা সাফল্য লাভ করতে পারেন।
4/12কর্কট- অফিসে কাজের চাপ থাকবে। আপনার কাজ প্রশংসিত হবে। সার্বজনিক স্থানে জরুরি আলোচনা করবেন না।
5/12সিংহ- রাগ করবেন না। কোনও কাজে লোকসান হতে পারে। ঋণ দিয়ে থাকা টাকা ফিরে পাবেন। অধিক লাভের প্রত্যাশা করবেন না। যুবক-যুবতীদের কেরিয়ারের জন্য সংঘর্ষ করতে হবে। দিন ভালো।
6/12কন্যা- দিন ভালো। ভাগ্যের সঙ্গ লাভ করবেন। ধন লাভ হবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল লাভ করবেন। কঠিন কাজ সহজে পূর্ণ হবে। কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে।
7/12তুলা- একা থাকতে ভালোবাসবেন। জরুরি কাজ পূর্ণ করতে পারেন। অতীতের আটকে থাকা টাকা ফিরে পাবেন। রাজনীতির সঙ্গে জাতকদের ওপর চাপ থাকবে। কোনও বড় কোম্পানিতে চাকরির প্রস্তাব পেতে পারেন। সম্পত্তি বিবাদের সমাধান হবে।
8/12বৃশ্চিক- দুঃসংবাদ পেতে পারেন। কারও সঙ্গে বিবাদ হতে পারে। পরিচিত ব্যক্তিই প্রতাড়িত করতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসাধারণ ফলাফল লাভ করবেন। স্বাস্থ্যের প্রতি কোনও গাফিলতি করবেন না।
9/12ধনু- ব্যবসায়িক অংশীদারের সঙ্গে বিবাদ হতে পারে। সাবধানে কাজ করুন। অতিআত্মবিশ্বাসের কারণে কাজ প্রভাবিত হবে। ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন। অন্যের সমালোচনায় নিজের সময় নষ্ট করবেন না।
10/12মকর- আয় বাড়বে। কারও সঙ্গে তর্কে জড়াবেন না। যুবক-যুবতীদের লাভ হবে। ব্যবসায়িক পরিস্থিতি উন্নত হবে। আটকে থাকা কাজ শুরু হবে।
11/12কুম্ভ- কারও ভুল কাজে সঙ্গ দেবেন না। পরিবারের সঙ্গে সময় কাটাবেন। বয়স্ক পরিজনদের স্বাস্থ্যের যত্ন নিন। দম্পতি আনন্দিত থাকবেন। পরিশ্রমের ভালো ফলাফল লাভ করবেন। নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে। যাত্রায় যেতে পারেন।
12/12মীন- জীবনসঙ্গীর প্রতি স্নেহ ভালোবাসা বাড়বে। আপনার দ্বারা কেউ আকৃষ্ট হতে পারে। ব্যবসায় বড়সড় ঝুঁকি নেবেন না। অচেনা ব্যক্তিদের থেকে সাবধানে থাকুন। স্বল্প চেষ্টা করলেই আটকে থাকা কাজ সম্পন্ন হবে।