রবিবার কোন রাশির জাতকদের কেমন কাটবে দিন, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/12মেষ- দাম্পত্য সম্পর্কে মাধুর্য থাকবে। পরিস্থিতি আপনার পক্ষে থাকবে। ভাগ্যের সঙ্গ লাভ করবেন। অন্যের বিষয় দখল দেবেন না। এর ফলে আপনার সম্মানহানি হতে পারে। কেরিয়ারে ইতিবাচক পরিবর্তন হবে। ঋণ দিয়ে থাকা টাকা আটকে যাবে। পূর্ব নির্ধারিত দায়িত্ব পূরণ হবে।
2/12বৃষ- কর্মক্ষেত্রে সুসংবাদ পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে। ব্যক্তিগত সম্পর্ক মজবুত হবে। ভবিষ্যৎ চিন্তাভাবনা করে পরিকল্পনা করতে পারেন। ছাত্রদের লাভ হবে। পড়াশোনায় মনোনিবেশ করবেন। সুসংবাদ পেতে পারেন। পৈতৃক সম্পত্তিতে ভাগ পেতে পারেন।
3/12মিথুন- কাছের মানুষের সঙ্গে তর্ক হতে পারে। আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন। পরিজনদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা লাভ করবেন। রাজনীতিকদের সঙ্গে সম্পর্ক গভীর হবে। ব্যবসায় বড়সড় লগ্নি হতে পারে। পারিবারিক ব্যয় বাড়বে।
4/12কর্কট- নির্মাণ কাজের সঙ্গে জড়িত জাতকদের জন্য দিন খুব ভালো। নতুন কিছু শেখার চেষ্টা করতে পারেন। দাম্পত্য জীবনে ভালোবাসা থাকবে। যাত্রার সময় সতর্ক থাকুন। অযথা তর্ক করবেন না। বাচ্চাদের প্রয়োজনীয়তা পূর্ণ হবে।
5/12সিংহ- জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। তেউ আপনাকে উস্কানি দিতে পারে। সার্বজনীন স্থলে ব্যক্তিগত বিষয় আলোচনা করবেন না। পারস্পরিক সম্পর্ক মজবুত হবে। নতুন অংশীদারীর বিষয় সাবধানতা অবলম্বন করুন। পরিকল্পিত কাজ পূর্ণ হবে।
6/12কন্যা- স্বাস্থ্যের কারণে সমস্যায় পড়বেন। প্রয়োজনীয় প্রকল্পে অংশগ্রহণ করবেন। ব্যবসায় অর্থ লাভের যোগ রয়েছে। আটকে থাকা টাকা ফিরে পাবেন। চাকরিতে পদোন্নতি সম্ভব। কেরিয়ার সংক্রান্ত বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন।
7/12তুলা- পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন। প্রযুক্তির কাজে রুচি নিতে পারেন। ভাগ্যের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। ঝুঁকি নেবেন না। ব্যবসায়িক অংশীদারিত্বের ফলে লাভ হবে। বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে।
8/12বৃশ্চিক- কোনও বন্ধুর সহযোগিতা লাভ করবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে অতীতের মধুর স্মৃতি রোমন্থন করবেন। মিডিয়ার জাতকরা সম্মান লাভ করবেন। কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বাড়বে। স্বাস্থ্যের বিষয় গাফিলতি করবেন না।
9/12ধনু- জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। সকলে আপনার কথার ভুল অর্থ বের করতে পারেন। অসহায়দের সাহায্য করবেন। পরিবারের সদস্যদের চিন্তা থাকবে। অচেনা ব্যক্তিদের বিশ্বাস করবেন না। সাবধানে লেনদেন করুন।
10/12মকর- ব্যবসায় লাভ হবে। কারও কথায় কান দিয়ে কোনও সিদ্ধান্ত নিয়ে বসবেন না। সহজে কাজ পূর্ণ করবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয় সাফল্য লাভ করবেন। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অর্থ সঞ্চিত রাখুন। ছাত্ররা পরীক্ষায় সাফল্য লাভ করবেন।
11/12কুম্ভ- দায়িত্ব পূরণের চাপ থাকবে। কর্মক্ষেত্রে বড়সড় কোনও পরিবর্তন করবেন না। মনোযোগ সহকারে কাজ করুন। পায়ে ব্যথা হবে।
12/12মীন- জীবনসঙ্গীর ইচ্ছা পূর্ণ করবেন। ব্যবসায় বড়সড় অর্ডার লাভ করতে পারেন। অফিসে প্রাপ্ত দায়িত্ব নির্দিষ্ট সময় পূর্ণ হবে। আয় বৃদ্ধি হবে। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শাসকীয় কাজে সাফল্য লাভ করবেন।