সোমবার কোন রাশির জাতকদের কেমন কাটবে দিন, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/12মেষ- জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। মা-বাবার সঙ্গ লাভ করবেন। ব্যবসার জন্য কোনও বন্ধুর কাছ থেকে অর্থ লাভ করতে পারেন। অপরিকল্পিত ব্যয় বৃদ্ধি হবে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। কর্মক্ষেত্রে বিস্তার হবে। নেতিবাচক চিন্তাধারার প্রভাব থাকবে।
2/12বৃষ- সন্তানের তরফে সুসংবাদ লাভ করবেন। চাকরির ইন্টারভিউয়ে সাফল্য লাভ করবেন। আয় বৃদ্ধি হবে। লেখালেখি ও বৌদ্ধিক কাজে সম্মান লাভ করতে পারেন। অর্থ উপার্জনের উৎস বিকশিত হবে। চাকরি পরিবর্তনের যোগ রয়েছে। উন্নতির সুযোগ পেতে পারেন।
3/12মিথুন- মনে চিন্তা থাকবে। কোনও বন্ধুর সহযোগিতায় চাকরির সুযোগ পেতে পারেন। পরিবারের সহযোগিতা লাভ করবেন। সন্তানের স্বাস্থ্য বিকার সম্ভব।
4/12কর্কট- ব্যবসায় লাভের সুযোগ পেতে পারেন। অধিক দৌড়ঝাপ করতে হবে। ভাই-বোনের সহযোগিতা লাভ করবেন। বাবার স্বাস্থ্য বিকার হতে পারে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। চাকরিতে উন্নতির সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে বিস্তার হবে। কোনও বন্ধুর সহযোগিতায় চাকরির সুযোগ পাবেন।
5/12সিংহ- পরিবারের সঙ্গ লাভ করবেন। বন্ধুর সহযোগিতায় চাকরির সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে। অধিক পরিশ্রম করতে হবে। ব্যয় বাড়বে। পড়াশোনা ও গবেষণার কাজে ভালো ফলাফল লাভ করবেন।
6/12কন্যা- ব্যবসায় উন্নতি হবে। আয় বৃদ্ধি হবে। স্বাস্থ্যের যত্ন নিন। ধর্মীয় স্থানের যাত্রা করতে পারেন। নদী বা জলাশয়ে সতর্ক থাকুন। আয় বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
7/12তুলা- মনে হতাশা ও অসন্তোষ থাকবে। পরিবারের সঙ্গ লাভ করবেন। ব্যবসায় লগ্নি করতে পারেন। বাবার সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। জীবনসঙ্গীর সঙ্গে বিচারধারার মতভেদ হতে পারে।
8/12বৃশ্চিক- পারিবারিক জীবন সুখে কাটবে। বাবার স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায় লাভের সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন।
9/12ধনু- অধিক দৌড়ঝাপ করতে হবে। পড়াশোনা ও গবেষণার কাজে ব্যস্ত থাকবেন। যাত্রায় যেতে পারেন। আয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে উন্নতির সুযোগ পেতে পারেন। ভিন্ন কোনও স্থানে যেতে পারেন।
10/12মকর- কোনও বন্ধুর সহযোগিতায় ব্যবসা বৃদ্ধি হতে পারে। লাভের সুযোগ পাবেন। কোনও অজ্ঞাত ভয়ে চিন্তিত থাকবেন। সন্তান সুখে বৃদ্ধি হবে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে।
11/12কুম্ভ- বৌদ্ধিক কাজে অর্থ লাভ করবেন। অর্থ লাভ করতে পারেন। কোনও মহিলার কাছ থেকে অর্থ লাভের যোগ রয়েছে। চাকরিতে কঠিন পরিস্থিতির মুখে পড়বেন। গাড়ির রক্ষণাবেক্ষণে ব্যয় বাড়তে পারে। যাত্রায় যেতে পারেন।
12/12মীন- চাকরির কারণে যাত্রা করতে পারেন। ব্যয় বৃদ্ধি হবে। অধিক দৌড়ঝাঁপ করতে হবে। কোনও বন্ধুর কাছ থেকে অর্থ লাভ সম্ভব। পড়াশোনায় উন্নতি হবে। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন।