বাজেট ফোনের দেশে কীভাবে ব্যবসা বাড়াচ্ছে Apple-এর মতো লাক্সারি ব্র্যান্ড?
1/5ভারতে ব্যবসার নিরিখে গত ত্রৈমাসিকটা সবচেয়ে ভাল কেটেছে Apple Inc.-এর। গত এক বছরে ক্রমেই বেড়েছে iPhone-এর বিক্রি। বাজেট ফোনের দেশে কীভাবে ব্যবসা বাড়াচ্ছে Apple-এর মতো লাক্সারি ব্র্যান্ড? ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5মার্কেট রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্টের ডেটা থেকেই সাফল্য স্পষ্ট। এক বছর আগের এই একই ত্রৈমাসিকের তুলনায় ৩৪% বেশি আইফোন বিক্রি হয়েছে। Xiaomi এবং Samsung এই ত্রৈমাসিকে যথাক্রমে ৯৩ লক্ষ এবং ৭২ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে। অন্যদিকে এই একই সময়পর্বে, Apple-এর ২৩ লক্ষ আইফোন বিক্রি হয়েছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/5২০১৮ সালের কথা। তখনও আইফোন বেশিরভাগ ভারতীয়র নাগালের বাইরে ছিল। তাছাড়া অ্যাপেলের রিটেল স্টোর এবং অনলাইন স্টোরের মধ্যে দামেরও পার্থক্য ছিল। বিদেশে ম্যানুফ্যাকচার করে সেটা ভারতে বেচত অ্যাপেল। ফলে শুল্কের জেরেই দাম বেড়ে যেত অনেকটা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/5ধীরে ধীরে সেই স্ট্র্যাটেজি বদলেছে অ্যাপেল। সময়ের সঙ্গে দেশেই ম্যানুফ্যাকচারিংয়ের দিকে ঝুঁকছে সংস্থা। এর পাশাপাশি ভারতে অনলাইন স্টোর ও ফিজিক্যাল স্টোরের দাম, অফার স্ট্রিমলাইন করা হয়েছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/5এছাড়া ভারতীয় ক্রেতাদের মনোভাবও বুঝতে শিখেছে সংস্থা। ১-২ জেনারেশন পুরনো মডেলগুলিকে উত্সবের মরশুমে সেলে সস্তায় বিক্রি করেছে সংস্থা। অক্টোবর-ডিসেম্বরের মরসুমে ৫০ হাজার টাকারও কমে iPhone 12 বিক্রি করেছে সংস্থা। আর তাতেই বাজিমাত অ্যাপেলের। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)