আজ উত্তাল হয়ে উঠল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্... more
আজ উত্তাল হয়ে উঠল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। মুখোশ পরা দুষ্কৃতীদের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। আহত হয়েছেন পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা। সেই ঘটনায় টুইট করেন অর্থমন্ত্রী তথা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নির্মলা সীতারমন।
1/2নির্মলা সীতারমন : জেএনইউ-র অত্যন্ত ভয়ার্ত ছবি। তীব্র বিতর্ক ও মতামতের জন্য আমি এই জায়গাকে চিনি, হিংসার জন্য কখনও নয়। দ্ব্যর্থহীনভাবে আজকের ঘটনাগুলির নিন্দা করছি। গত কয়েক সপ্তাহ ধরে যাই বলা হোক না কেন, বিশ্ববিদ্যালয়গুলিকে সব পড়ুয়াদের কাছে নিরাপদ স্থান করতে চায়। (ছবি সৌজন্য এএনআই)
2/2জেএনইউতে যা হচ্ছে, সেই ছবি দেখলাম। দ্ব্যর্থহীনভাবে এই হিংসার নিন্দা করছি। এটা পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থী। (ছবি সৌজন্য এপি)