1/6রবিবার আক্ষরিক অর্থেই ছিল রবি-বার। রবীন্দ্র জন্মজয়ন্তীর পাশাপাশি গতকাল ছিল মাদার্স ডে। আর ডবল সেলিব্রেশনের সুযোগ হাতছাড়া করল না ইউভান। এদিনটা পালন করতে মায়ের সঙ্গে সোজা মাসির বাড়ি পৌঁছে গিয়েছিল সে।
2/6রবীন্দ্র জয়ন্তী মানেই পুরোদস্তুর বাঙালি সাজ। সাদা-কালো হ্যান্ডলুমের শাড়ি, আর জাঙ্ক জুয়েলারিতে দারুণ লাগল শুভশ্রী। শাশুড়ি মা-কে সঙ্গে নিয়ে হাসি মুখে পোজ দিলেন নায়িকা।
4/6গত মাসেই বিয়ের পর্ব সেরেছেন শুভশ্রীর দিদি, নতুন মেসোমশাই, দাদা ও মাসির সঙ্গে খোশমেজাজে ইউভান।
5/6মাসি-বোনপোর নির্ভেজাল ভালোবাসার মুহূর্ত….
6/6সদ্য ব্যারাকপুরের বিধায়ক নির্বাচিত রাজ চক্রবর্তীর হাতে এখন অনেক কাজ। তাই শুভশ্রী-ইউভানের সঙ্গে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশনের অংশ না হতে পারলেও, বাড়িতে ছেলের সঙ্গে সময় কাটাতে ভুললেন রাজ।