বাংলা নিউজ >
ছবিঘর >
LPG: রান্নার গ্যাসে কত টাকা ভর্তুকি? অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো?
LPG: রান্নার গ্যাসে কত টাকা ভর্তুকি? অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো?
Updated: 26 May 2022, 07:19 PM IST
Soumick Majumdar
- সম্প্রতি পেট্রোল-ডিজেলে আবগারি শুল্ক হ্রাস করেছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে রান্নার গ্যাসে ভর্তুকিতেও সংশোধন করা হয়েছে। ২০০ টাকা করে মিলবে ভর্তুকি। টাকার অঙ্কটা নেহাত্ ফেলনা নয়।
1/11মধ্যবিত্তের অন্যতম চিন্তার বিষয় হল রান্নার গ্যাস। সেই রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে যে সবাই চিন্তিত থাকবেন, সেটাই স্বাভাবিক। ফাইল ছবি: পিটিআই(এডিটেড) (Soumick/PTI)
2/11সম্প্রতি পেট্রোল-ডিজেলে আবগারি শুল্ক হ্রাস করেছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে রান্নার গ্যাসে ভর্তুকিতেও সংশোধন করা হয়েছে। ফাইল ছবি: ব্লুমবার্গ (Soumick/PTI)
3/11২০০ টাকা করে মিলবে ভর্তুকি। টাকার অঙ্কটা নেহাত্ ফেলনা নয়। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Soumick/PTI)
4/11আপনার রান্নার গ্যাসে ভর্তুকির টাকা ঢুকেছে? বাড়ি বসেই কিন্তু চেক করা সম্ভব। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Soumick/PTI)
5/11www.mylpg.in ওয়েবসাইট থেকে এ বিষয়ে জানা যাবে। কীভাবে? ছবি; মাইএলপিজি (Soumick/PTI)
6/11mylpg ওয়েবসাইটে আপনার গ্যাসের পরিষেবা প্রদানকারী সংস্থা বেছে নিন। ছবি; মাইএলপিজি (Soumick/PTI)
7/11এরপর স্ক্রিনের ডানদিকে সাইন ইন ও নিউ ইউজার অপশন পেয়ে যাবেন।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Soumick/PTI)
8/11প্রথমবার খুললে ইউজার আইডি বানাতে হবে। এরপর ফেসবুক, জিমেলের মতোই, সহজেই লগ ইন করা যাবে। ছবি; মাইএলপিজি (Soumick/PTI)
9/11এরপর গ্যাস বুকিং হিস্ট্রিতে যান। সেখানেই কবে ভর্তুকি দেওয়া হয়েছে, তার আপডেট পেয়ে যাবেন। কিন্তু যদি দেখেন ভর্তুকির টাকা ঢোকেনি? সেক্ষেত্রে কী করবেন? ফাইল ছবি: পিটিআই (Soumick/PTI)
10/11সেক্ষেত্রে 18002333555 -এই টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (Soumick/PTI)
11/11যাঁদের বার্ষিক আয় ১০ লক্ষ টাকা বা তার থেকে বেশি, তাঁদের রান্নার গ্যাসের ভর্তুকি দেওয়া হয় না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Soumick/PTI)
অন্য গ্যালারিগুলি